Homeখবরদেশরাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত...

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

প্রকাশিত

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগড়, তেলঙ্গানা এবং মিজোরামে ভোটগণনা আগামী ৩ ডিসেম্বর।

বেশির ভাগ বুথফেরত সমীক্ষা বলছে, নিজের কুর্সি ধরে রাখতে পারেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। তবে রাজস্থানে আরেক কংগ্রেসি মুখ্যমন্ত্রী অশোক গহলৌত হয়তো মুখ্যমন্ত্রীর চেয়ার হারাতে পারেন। অন্য দিকে, মধ্যপ্রদেশের রায় আবারও যেতে পারে বিজেপিতে।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশে কংগ্রেসের জন্য খারাপ খবর আসতে পারে। শিবরাজ সিং চৌহানকেই ফিরিয়ে আনতে পারেন ভোটাররা। ২০১৮ সালে হেরে গিয়েও পরবর্তীতে রাজ্যের ক্ষমতা দখল করেছিল বিজেপি। সে বার কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং তার অনুগত ২০ জন বিধায়ক ডিগবাজি খেতেই ২০২০ সালে আবারও ক্ষমতায় এসেছিল বিজেপি।

রাজস্থান

উল্লেখযোগ্য ৯টি বুথফেরত সমীক্ষার মধ্যে ৭টি বিজেপির জন্য সুখবর দিচ্ছে। গেরুয়া শিবিরের জয়ের পূর্বাভাস দিয়েছে তারা। মাত্র দুটি কংগ্রেসকে সামান্য় হলেও এগিয়ে রাখছে।

ছত্তীসগঢ়

ছত্তীসগঢ় নিয়ে উল্লেখযোগ্য ৯টি বুথফেরত সমীক্ষা, মোটামুটি ভাবে, কংগ্রেসের জন্য দ্বিতীয় মেয়াদের ভবিষ্যদ্বাণী করেছে। ৯০ আসনের ছত্তীসগঢ় বিধানসভায় সংখ্য়াগরিষ্ঠতা পেতে হলে দরকার ৪৬টি আসন। সেখানে বুথফেরত সমীক্ষাগুলি বলছে, কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা এ বার ৪০ থেকে ৫০-এর মধ্যেই থাকবে।

তেলঙ্গানা

ফলাফলে সবচেয়ে বড়ো বিপর্যয় দেখা দিতে পারে তেলঙ্গানায়। সে রাজ্যের জন্ম থেকে শাসকদলের ভূমিকায় রয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি। তিনটি বুথফেরত সমীক্ষা জানাচ্ছে, সেখানে এ বার ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। চতুর্থ একটি বুথফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, বিআরএস-এর সঙ্গে সমানে সমানে টক্কর দিচ্ছে কংগ্রেস।

মিজোরাম

অন্য দিকে, মিজোরাম নিয়ে মিশ্র ইঙ্গিত উঠে এসেছে। বেশ কিছু বুথফেরত সমীক্ষা বলছে, মিজোরামে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে, বুথফেরত সমীক্ষার ফলাফল প্রায়শই ভুল বলে প্রমাণিত হতে পারে।

আরও পড়ুন: তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

ভারতে নতুন ওয়াকফ আইন, ইসলামিক দেশগুলি কীভাবে নিয়ন্ত্রণ করে এই ধর্মীয় সম্পত্তি?

​ভারতের নতুন ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫ নিয়ে বিতর্ক চললেও, ওয়াকফ ব্যবস্থাপনা শুধুমাত্র ভারতের বিষয়...

‘সুপ্রিম কোর্টই যদি আইন করে, সংসদ বন্ধ করে দিন’, শীর্ষ আদালতকে তীব্র আক্রমণ নিশিকান্ত দুবের

সংশোধিত ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলা অবস্থায় বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর কটাক্ষ, ‘সুপ্রিম কোর্টই যদি আইন তৈরি করে, তবে সংসদ ভবন বন্ধ করে দেওয়া উচিত।’
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে