বছর ঘুরলে নতুন সর্বভারতীয় সভাপতি পেতে পারে বিজেপি। যিনি বর্তমান সভাপতি জেপি নড্ডার স্থলাভিষিক্ত হবেন। দলীয় সূত্রে খবর, আগামী ফেব্রুয়ারির শেষে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হতে পারে। এক শীর্ষ নেতা জানিয়েছেন, বর্তমানে বিজেপির সাংগঠনিক নির্বাচন চলছে এবং জানুয়ারির মাঝামাঝি সময়েই দেশের অর্ধেকের বেশি রাজ্য ইউনিট তৈরি হয়ে যাবে। এর পরই জাতীয় সভাপতির নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।
বিজেপির সংবিধান অনুযায়ী, অন্তত অর্ধেক রাজ্য ইউনিটে সাংগঠনিক নির্বাচন শেষ হওয়ার পরই জাতীয় সভাপতির নির্বাচন শুরু করা যায়। সূত্রের খবর, বর্তমানে প্রায় ৬০ শতাংশ রাজ্য ইউনিটের সভাপতিদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং জানুয়ারির মাঝামাঝি তাঁদের পরিবর্তে নতুন সভাপতিদের দায়িত্ব দেওয়া হবে।
দলীয় এক শীর্ষ নেতা জানান, “আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারির শেষে নতুন বিজেপি সভাপতি দায়িত্ব গ্রহণ করবেন।”
নতুন সভাপতি কি কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্য থেকে নির্বাচিত হবেন, এই প্রশ্নের উত্তরে ওই নেতা জানান, সম্ভাবনা উভয় দিকেই রয়েছে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি।
২০২০ সালের ফেব্রুয়ারিতে বিজেপির জাতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন জেপি নড্ডা। তিন বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাঁর মেয়াদ বাড়ানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে টানা তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসার পর নড্ডার সভাপতিত্বে বিজেপি এই ঐতিহাসিক জয়লাভ করে।
এ দিকে, নতুন সভাপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে দলের অন্দরমহলে কৌতূহল বাড়ছে। বিশেষত, কেন্দ্রে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে কেউ কি দলের নেতৃত্বে আসবেন, না কি সাংগঠনিক ক্ষেত্রেরই কোনও অভিজ্ঞ নেতা এই দায়িত্ব সামলাবেন, তা নিয়ে আলোচনা তুঙ্গে।
আরও পড়ুন: বড় ধাক্কা ট্রুডোর, কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ