Homeখবরদেশলোকসভা ভোট ঘোষণার আগেই ১০০ প্রার্থীর নাম প্রকাশ করতে চলেছে বিজেপি! তালিকায়...

লোকসভা ভোট ঘোষণার আগেই ১০০ প্রার্থীর নাম প্রকাশ করতে চলেছে বিজেপি! তালিকায় অনেক হেভিওয়েট

প্রকাশিত

নয়াদিল্লি: শীঘ্রই লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। তার আগেই, বিজেপি প্রার্থীদের একটি প্রথম তালিকা প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে।

২০২৪ সালের লোকসভা ভোটকে সামনে রেখে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ একটি বৈঠকে বসেছিলেন বিজেপির হেভিওয়েট নেতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে ওই বৈঠক চলে শুক্রবার ভোররাত পর্যন্ত। সেই বৈঠকেই প্রার্থীতালিকায় থাকা ১০০ জনের নাম নিয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো হেভিওয়েটদের নাম রয়েছে ওই তালিকায়। সেই তালিকাটিই এ দিন প্রকাশ করা হতে পারে।

সূত্র উদ্ধৃত করে এনডিটিভি-র রিপোর্টে বলা হয়েছে, তৃতীয় মেয়াদে প্রত্যাবর্তনের প্রত্যাশা নিয়ে প্রার্থীতালিকায় কিছু কৌশলগত রদবদলও করা হয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোটের উপর চাপ বাড়াতে ভোট ঘোষণার আগেই প্রার্থীতালিকা প্রকাশ করে চমক দিতে পারে কেন্দ্রের শাসকদল। একদিকে যখন বিরোধী জোট এখনও পর্যন্ত আসন ভাগাভাগি নিয়েই ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সেখানে বিজেপি প্রার্থীতালিকা প্রকাশ করলে বাড়তি চাপের সৃষ্টি হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

সূত্রের খবর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তীসগঢ় এবং রাজস্থানের পাশাপাশি মোদীর নিজের রাজ্য গুজরাতেরও বেশ কয়েকজন প্রার্থীর নাম প্রকাশ করা হতে পারে প্রথম ধাপে। এ ছাড়া কেরল, তেলঙ্গনার মতো যে রাজ্যগুলিতে বিজেপি ততটা শক্তিশালী নয়, সেখানকার কয়েকটি আসনও অন্তর্ভুক্ত থাকতে পারে।

প্রথমতালিকায় হেভিওয়েট নামগুলির মধ্যে থাকতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বারাণসী, উত্তরপ্রদেশ), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (গান্ধীনগর), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (লখনউ, উত্তরপ্রদেশ), বিমানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (গুনা-শিবপুরী, মধ্যপ্রদেশ), সর্বানন্দ সোনওয়াল (ডিব্রুগড়, অসম) প্রমুখ।

আরও পড়ুন: ১০ দিনের পুলিশি হেফাজতে সন্দেশখালির শাহজাহান

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

তীব্র জল সংকটের দিকে এগোচ্ছে দক্ষিণ ভারত! জলধারণ ক্ষমতা নেমে ১৭ শতাংশ, কী পরিস্থিতি পশ্চিমবঙ্গে

নয়াদিল্লি: গরমে তীব্র জলসংকট। দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জলসঞ্চয়ের বিষয়টিও। অন্ধ্রপ্রদেশ,...

ভোট দিন আর ডিসকাউন্ট পান! নির্বাচনী মরশুমে অফারের ছড়াছড়ি

দেশে লোকসভা নির্বাচনের উত্তেজনা তুঙ্গে। প্রথম দফার ভোট ইতিমধ্যেই হয়ে গেছে। আজ, শুক্রবার দ্বিতীয়...