Homeখবরদেশনির্মলার বাজেটে মন ভরেনি, হোঁচট খেল শেয়ার বাজার

নির্মলার বাজেটে মন ভরেনি, হোঁচট খেল শেয়ার বাজার

প্রকাশিত

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বিনিয়োগকারীদের কর সংক্রান্ত বেশ কিছু পরিবর্তনে একটা সময় মুখ থুবড়ে পড়ল শেয়ার বাজার।

লং টার্ম ক্যাপিটাল গেনস (LTCG) ট্যাক্স ১০ শতাংশ থেকে বেড়ে ১২.৫ শতাংশ ​​হবে। কিছু সম্পদের উপর শর্ট টার্ম ক্যাপিটাল গেন (STCG) ট্যাক্স ১৫ শতাংশ থেকে বেড়ে ২০ শতাংশ হবে৷

বাজেট বক্তৃতায় নির্মলা সীতারমন বলেন, “কিছু আর্থিক সম্পদের উপর স্বল্পমেয়াদী লাভ এখন থেকে ২০ শতাংশ কর কার্যকর হবে। যেখানে অন্যান্য সমস্ত আর্থিক সম্পদ এবং সমস্ত অ-আর্থিক সম্পদের উপর কর প্রযোজ্য থাকবে”।

ঝুঁকিপূর্ণ বাজার বিভাগে লেনদেন থেকে খুচরো বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করার জন্য এফ অ্যান্ড ও (ফিউচার অ্যান্ড অপশন) সিকিউরিটির উপর এসটিটি (সিকিউরিটিজ লেনদেন কর) ০.০২ শতাংশ এবং ০.১ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

এই ঘোষণার পর, ভারতীয় শেয়ার বাজার তীব্র গতিতে পড়ে যায়। সেনসেক্স এক হাজার পয়েন্টেরও বেশি কমে যায়। কারণ এই ঘোষণায় দালাল স্ট্রিটের মন ভরেনি।

তবে একটা সময়ে যেভাবে ১২০০ পয়েন্টের পতন হয়েছিল, সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়ায় স্টক মার্কেট। বাজার বন্ধের সময় সেনসেক্স ৭৩ পয়েন্ট নীচে রয়ে গেল আগের সেশনের তুলনায়। এর ফলে আজ সেনসেক্স দাঁড়িয়ে ৮০,৪২৯.০৪ পয়েন্টে। আরেক অন্যতম সূচক নিফটি আজ ৩০ পয়েন্ট কমেছে গত সেশনের তুলনায়। দিনের শেষে নিফটি দাঁড়িয়ে ২৪,৪৭৯.০৫ পয়েন্টে। 

অন্যদিকে, বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে এবং এআইডিসি ৫ শতাংশ থেকে ১ শতাংশে হ্রাস করার পর এমসিএক্স- এ সোনা এবং রূপো বিক্রির হিড়িক শুরু হয়। যার ফলে মোট আমদানি শুল্ক ৬ শতাংশ হয়েছে৷ এই পদক্ষেপের ফলে দুই মূল্যবান ধাতুর দামে তীব্র পতন হয়েছে, সোনার দাম ৪০০০ টাকা/১০ গ্রাম এবং রৌপ্য ৪০৯০ টাকা/কেজি কমেছে৷

আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট ২০২৪: এই ৯টি বিষয়কে অগ্রাধিকারের তালিকায় রাখল মোদী সরকার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...