আসন্ন কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ -এ করদাতাদের জন্য মিলতে পারে বড়সড় স্বস্তি! উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতে পারে নতুন কর ব্যবস্থায়। এর মধ্যে রয়েছে ১০ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত করা এবং ১৫ লক্ষ থেকে ২০ লক্ষ টাকার মধ্যে বার্ষিক আয়ের জন্য একটি নতুন ২৫ শতাংশ ট্যাক্স স্ল্যাব প্রবর্তন। সরকারি সূত্র উদ্ধৃত করে এমনটাই জানানো হয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড-এর রিপোর্টে।
আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ ঘোষণা করতে প্রস্তুত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ অন্য দিকে, বেতনভোগী করদাতারা বার্ষিক বাজেট থেকে উভয় কর ব্যবস্থার অধীনে ছাড় এবং কর হ্রাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷
বর্তমানে, নতুন কর ব্যবস্থার অধীনে, ৭৫ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন সহ, বছরে ৭ লক্ষ ৭৫ হাজার টাকা পর্যন্ত উপার্জনকারী বেতনভোগী করদাতাদের কার্যকরভাবে কোনো কর দায় নেই। বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয় ৩০ শতাংশের সর্বোচ্চ ট্যাক্স স্ল্যাবের অধীনে পড়ে। বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্ট অনুযায়ী, প্রস্তাবিত পরিবর্তনগুলি মূল্যায়ন করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
একটি সরকারি সূত্র জানিয়েছে, নতুন এবং পুরনো- উভয় কর ব্যবস্থার মূল্যায়ন চলছে। কেন্দ্র যদি অনুমোদন দেয়, তা হলে বেশ কিছু পরিবর্তন প্রযোজ্য হতে পারে। সেক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়ের বিষয়টি অন্যতম। উল্টো দিকে, এ ধরনের সংশোধনী কার্যকর হলে সরকারের ভাঁড়ার থেকে ৫০ হাজার কোটি থেকে ১ লক্ষ কোটি টাকা পর্যন্ত রাজস্ব ক্ষতি হতে পারে।
এ দিকে, বেশিরভাগ বাজার বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে গত বছরের মতো এ বারও অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মূলধন লাভ কর বৃদ্ধির আকারে তেমন কোনো চমক দেখাবেন না।