Homeখবরদেশআবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব সিবিআইয়ের, আপ বলছে 'অত্যাচারের অবসান হবেই'

আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে তলব সিবিআইয়ের, আপ বলছে ‘অত্যাচারের অবসান হবেই’

প্রকাশিত

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় সিবিআই তলব দিল্লির মুখ্যমন্ত্রীকে। ১৬ এপ্রিল রবিবার অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

আপ নেতা মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই আবগারি মামলায় সিবিআই এবং ইডি-র জালে জড়িয়েছেন। এই মামলাতেই বর্তমানে জেলবন্দি রয়েছেন সিসোদিয়া। আপ নেতা সঞ্জয় সিং টুইটারে লেখেন, ‘অত্যাচারের অবসান হবেই’।

গত ফেব্রুয়ারিতে কেজরিওয়াল জোরের সঙ্গে বলেছিলেন যে, দিল্লিতে কোনো “মদ কেলেঙ্কারি” ঘটেনি এবং “রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্র”-এর ফলে তাঁর সরকারের আবগারি নীতির মামলাটি সাজানো হয়েছিল।

কেজরিওয়ালের মন্তব্যের প্রতিক্রিয়ায় দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা দাবি করেছিলেন, এতে যদি কোনো কেলেঙ্কারি না থাকে, তা হলে সরকার কেন আবগারি নীতি বাতিল করেছে।

তাৎপর্যপূর্ণ ভাবে কিছু দিন আগেই জাতীয় দলের মর্যাদা পেয়েছে দিল্লির শাসক দল আপ। সেই উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেজরীওয়াল বলেছিলেন, ‘‘দল এ বার জাতীয় পার্টির মর্যাদা পেয়েছে। সবাই জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন।’’ ঘটনাচক্রে, তার পরেই সিবিআইয়ের তলব পেলেন কেজরিওয়াল।

এর আগে একাধিকবার বিরোধীরা সরব হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। দিল্লির আবগারি নীতি মামলার তদন্তে নেমে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই সুর চড়াতে শুরু করে আপ। এ বার সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে তলব। এখন দেখার অন্য দলগুলির থেকে রাজনৈতিক সমর্থন তারা সমর্থন পায় কি না।

আরও পড়ুন: টানা ৫ দিন ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ! শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১১ হাজারের বেশি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।