Homeখবরদেশরাজ্যের মুকুটে নয়া পালক, প্রাথমিক শিক্ষায় 'এগিয়ে বাংলা' বলল কেন্দ্র

রাজ্যের মুকুটে নয়া পালক, প্রাথমিক শিক্ষায় ‘এগিয়ে বাংলা’ বলল কেন্দ্র

প্রকাশিত

কলকাতা : নিয়োগ দুর্নীতির অভিযোগে জেরবার বাংলা। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। বর্তমানে জেলেই রয়েছেন তিনি। অন্যদিকে নাম জড়িয়েছে একের পর এক তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা নেত্রীদের। আর এই পরিস্থিতিতেই রাজ্যের মুকুটে জুড়লো নয়া পালক। প্রাথমিক শিক্ষায় শীর্ষস্থান ছিনিয়ে নিল বাংলা।

সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতরের তরফে স্কুল বুনিয়াদি শিক্ষা এবং গাণিতিক সাক্ষরতার ওপর প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট। আর সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, প্রাথমিক শিক্ষায় প্রথম স্থান অধিকার করে নিয়েছে পশ্চিমবঙ্গ। দ্বিতীয় স্থানে রয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। কেন্দ্রের রিপোর্ট প্রকাশ্যে আসার পর কিছুটা হলেও স্বস্তি পেল বাংলা। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

শিক্ষা দুর্নীতিতে নাম জড়িয়েছে বাংলার। ঘটনার তদন্তে জোর কদমে ময়দানে নেমেছে ইডি সিবিআই দুপক্ষই। আর এইসবের মাঝেই বিজেপি শাসিত উত্তর প্রদেশকে পেছনে ফেলে এগিয়ে গেল বাংলা।

এ বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘নিয়োগে দুর্নীতি থাকলেও রাজ্যে পড়াশোনা বেশ ভালই চলছে। আর সেই জন্যই প্রথম স্থানে উঠে এসেছে পশ্চিমবঙ্গ’। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপি শিক্ষার ব্যাপারে কি আদৌ কিছু জানেন? সুকান্ত মজুমদার ছাড়া আর কেউ শিক্ষিত লোক নেই বিজেপিতে’।

ঘটনা প্রসঙ্গে বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য বলেন, ‘অঙ্ক নিয়ে প্রশ্ন করার জন্য এক ছাত্রকে মেরেছে মাস্টারমশাই। আর ঠিক তার কয়েকদিন পরেই সেই মাস্টার মশাইয়ের চাকরি বাতিল করেছে মহামান্য কলকাতা হাইকোর্ট। এটাই এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি’।

আরও পড়ুন: বিরিয়ানি রান্না করাই হল কাল! মমতার অনুষ্ঠানে এবার মিলবে ড্রাই ফুডস

আরও পড়ুন: এই ৫ টি সুফল পেতে খেয়ে দেখুন ক্যাপসিকাম

সাম্প্রতিকতম

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

অডিয়ো কাণ্ড: গ্রেফতারের পর বাম যুবনেতা কলতানের দাবি, ষড়যন্ত্র, পুলিশ বলল, ক্লিপ ভুয়ো নয়

জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার পরিকল্পনা সংক্রান্ত অডিয়ো প্রকাশ্যে আসার পর গ্রেফতার করা হল বাম যুব নেতা কলতান দাশগুপ্তকে। বিধাননগর পুলিশ জানিয়েছে, অডিয়োতে শোনা কণ্ঠস্বরের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং তদন্ত চলছে।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

আরও পড়ুন

রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলেন মমতা, ডাক্তারদের ধর্নাস্থলে ঘোষণা

আরজি কর-কাণ্ডের পর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সব সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা করলেন। স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে গিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

‘বড় দিদি হয়ে এসেছি’, আচমকাই স্বাস্থ্য ভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকা স্বাস্থ্য ভবনে এসে জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে বক্তব্য রাখেন। তিনি প্রতিশ্রুতি দেন, আরজি কর-কাণ্ডে দোষীদের শাস্তি দেওয়া হবে এবং ডাক্তারদের সঙ্গে সহানুভূতির সঙ্গে কাজ করা হবে।

নজরে নিরাপত্তা, ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাবে বিধাননগর পুলিস

বিধাননগর কমিশনারেটের এলাকায় পুলিস অপরাধ তদন্তে এবার ব্যক্তিগত ও বেসরকারি সিসি ক্যামেরার ফুটেজ কাজে লাগাতে চাইছে। প্রতিটি থানায় সিসি ক্যামেরার তালিকা প্রস্তুত করা হচ্ছে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?