Homeখবরদেশ১০০ দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র, তবে বাংলার জন্য বরাদ্দ শূন্য

১০০ দিনের কাজে মজুরি বাড়াল কেন্দ্র, তবে বাংলার জন্য বরাদ্দ শূন্য

প্রকাশিত

নয়াদিল্লি: ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য ১০০ দিনের প্রকল্পে মজুরি সংশোধন করল কেন্দ্রীয় সরকার। মজুরির হার বৃদ্ধির যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে হরিয়ানার দৈনিক মজুরি সর্বোচ্চ ৩৭৫ টাকা প্রতিদিন এবং মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে সর্বনিম্ন ২২১ টাকা। কেন্দ্রীয় গ্রামীণ মন্ত্রক উন্নয়ন ২৪ মার্চ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের অধীনে মজুরি হারে পরিবর্তনের বিষয়ে এই বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তি অনুসারে, রাজ্যভেদে মজুরি ৭ থেকে ২৬ টাকা বাড়ানো হয়েছে। বিজ্ঞপ্তি কার্যকর হচ্ছে ১ এপ্রিল থেকে। আগের বছরের তুলনায় সবচেয়ে বেশি মজুরি বেড়েছে রাজস্থানে। ২০২২-২৩ অর্থবর্ষের ২৩১ টাকা থেকে বেড়ে হচ্ছে ২৫৫ টাকা। বিহার ও ঝাড়খণ্ডে মজুরি আট শতাংশ বেড়েছে। ২১০ টাকার পরিবর্তে হয়েছে ২২৮ টাকা। ছত্তীসগঢ় এবং মধ্যপ্রদেশের সর্বনিম্ন দৈনিক মজুরি ২২১ টাকা, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। ২০২২-২৩ আর্থিক বছরে এই দুই রাজ্যে দৈনিক মজুরি ছিল ২০৪ টাকা।

রাজ্যগুলির জন্য মজুরি বৃদ্ধি ২ থেকে ১০ শতাংশের মধ্যে রেখেছে মন্ত্রক। কর্নাটক, গোয়া, মেঘালয় এবং মণিপুরের মতো রাজ্যগুলিতে সবচেয়ে কম হারে বেড়েছে মজুরি।

এ দিকে, ১০০ দিনের কাজে বাংলাকে কেন্দ্রের বঞ্চনা চলছেই। অন্যান্য রাজ্যে মজুরি বাড়লেও বাংলার প্রাপ্তির ঘর ফাঁকাই থাকল। নতুন অর্থবর্ষেও কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার রাজনীতি থেকে রেহাই দেওয়া হচ্ছে না রাজ্যকে। বাংলাকে ভাতে মারতে প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ আপাতত শূন্যই থাকছে।

আরও পড়ুন: ‘শহিদের ছেলেকে মিরজাফর বলা হলে কোনো মামলা হয় না’, বিজেপিকে তীব্র আক্রমণ প্রিয়ঙ্কা গান্ধীর

সাম্প্রতিকতম

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।