Homeখবরদেশলোকসভায় পেশ ‘এক দেশ, এক ভোট’ বিল, বিরোধীদের তীব্র আপত্তি

লোকসভায় পেশ ‘এক দেশ, এক ভোট’ বিল, বিরোধীদের তীব্র আপত্তি

প্রকাশিত

নয়াদিল্লি: মঙ্গলবার লোকসভায় ‘এক দেশ, এক ভোট’ সম্পর্কিত দু’টি বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল সংসদের নিম্নকক্ষে সংবিধান (১২৯তম সংশোধনী) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিলটি পেশ করেন। বিলটি পেশ হতেই কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র দলগুলি তীব্র প্রতিবাদ জানায়।

বিরোধী সাংসদদের মতে, এই বিল সংবিধানের মূল কাঠামোতে আঘাত হানবে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করবে। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিলটি দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। ডিএমকের টিআর বালু প্রশ্ন তোলেন, “দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া কী ভাবে বিজেপি এই বিল পাস করাবে?” মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসি-ও এই বিলের বিরোধিতা করেন।

বিজেপি নেতৃত্বাধীন সরকার অবশ্য বিলটিকে “ঐতিহাসিক” বলে অভিহিত করেছে। তাদের মতে, এই পদক্ষেপ ব্যয় সাশ্রয়ী এবং প্রশাসনিক ভাবে কার্যকর। শরিক দল টিডিপি এবং শিবসেনা (শিন্ডে) বিলটিতে সমর্থন জানিয়েছে। শ্রীকান্ত শিন্ডে বিরোধীদের সমালোচনা করে বলেন, “কংগ্রেস এবং বিরোধী দলগুলি সব কিছুতেই অসাংবিধানিকতার অভিযোগ তুলছে।”

বিরোধীদের আপত্তি আঁচ করে কেন্দ্র আগেই সিদ্ধান্ত নেয় বিল দু’টি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমিটিতে বিল পাঠানোর প্রস্তাব দেন এবং আইনমন্ত্রী মেঘওয়ালও এতে সম্মতি জানান।

আপাতত, বিল নিয়ে বিরোধী ও শাসকপক্ষের বিরোধের ফলে এটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য ভাবে, ‘এক দেশ, এক ভোট’ ধারণাটি নতুন নয়। ১৯৫০ সালে সংবিধান কার্যকর হওয়ার পর ১৯৫২, ১৯৫৭, ১৯৬২ এবং ১৯৬৭ সালে লোকসভা ও বিধানসভা নির্বাচনের জন্য একযোগে ভোট হয়েছিল। তবে ১৯৬৮-৬৯ সালের মধ্যে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার পর থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: চোরাচালান নিয়ে উদ্বেগ, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা বন্ধ করবে আরবিআই?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।