Homeখবরদেশএ বার আসছেন মিশরের প্রেসিডেন্ট, সাধারণতন্ত্র দিবসে ভারতে আসা শেষ ১০ জন...

এ বার আসছেন মিশরের প্রেসিডেন্ট, সাধারণতন্ত্র দিবসে ভারতে আসা শেষ ১০ জন প্রধান অতিথি কারা

প্রকাশিত

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে প্রতি বছরই প্রথা অনুযায়ী প্রধান অতিথি নির্বাচন করা হয়। চলতি বছরের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাট্টা আল সিসিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

২০২১ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে প্রধান অতিথি নির্বাচন করা হয়েছিল। তবে কোভিড মহামারির কারণে সফর স্থগিত হয়। ২০২২ সালেও একই কারণে প্রধান অতিথি কেউ আসেননি। তার আগের ১০ বছর অবশ্য কোনো না কোনো দেশ থেকে প্রধান অতিথিরা সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১. ২০২০ সালের ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো।

২. ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে সিরিল রামাফোসাকে প্রধান অতিথি নির্বাচন করা হয়েছিল।

৩. ২০১৮ সালে সাধারণতন্ত্র দিবস উদযাপন ঐতিহাসিক ছিল। কারণ আসিয়ানভুক্ত ১০টি দেশের রাষ্ট্রপ্রধানরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন।

৪. ২০১৭ সালে সংযুক্ত আরব আমিরশাহীর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান প্রধান অতিথি হিসাবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৫. ২০১৬ সালে ফ্রান্সের প্রাক্তন রাষ্ট্রপতি ফ্রান্সোইস ওল্যান্ড প্রধান অতিথি ছিলেন।

৬. ২০১৫ সালে প্রধান অতিথি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম রাষ্ট্রপতি বারাক ওবামা।

৭. ২০১৪ সালে সাধারণতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে।

৮. ২০১৩ সালে ভুটানের কিং জিগমে খেসার নামগিয়েল ওয়াংচাক ছিলেন সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি।

৯. ২০১২ সালে দেশের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

১০. ২০১১ সালে প্রধান অতিথি হয়ে এ দেশে এসেছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুসিলো বামবাং যুধোইয়োনো।

সাম্প্রতিকতম

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

শহরে অত্যধিক গরমের অনুভূতির কারণ ‘আরবান হিট আইল্যান্ড’

শ্রয়ণ সেন তাপপ্রবাহের কবলে দক্ষিণবঙ্গ। এই অঞ্চলের ১৫টি জেলার মধ্যে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব...

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

ভোট না দিয়ে ফেরত যাবেন না! পরিযায়ী শ্রমিকদের ‘সতর্কবার্তা’ মমতার

মুর্শিদাবাদের জনসভায় তিনি বলেন, 'আমি সমস্ত পরিযায়ী শ্রমিকদের অনুরোধ করতে চাই যারা এখানে ঈদ উদযাপন করতে এসেছেন, দয়া করে ভোট না দিয়ে ফিরে যাবেন না।

আরও পড়ুন

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।

লোকসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট পড়ল ত্রিপুরায়, দ্বিতীয় স্থানে বাংলা

কমিশনের তথ্য অনুযায়ী সন্ধে সাতটা পর্যন্ত ভোট পড়েছে, ৭৯.৯০ প্রথম দফায় ৫৮১৪ বুথে ভোটগ্রহণ হয়েছে। ১০০ শতাংশ বুথে এদিন কেন্দ্রীয় বাহিনী ছিল।

প্রথম দফায়  গডকরী, রিজিজু-সহ মোদী সরকারের ৮ মন্ত্রী, বিজেপির ২ প্রাক্তন মুখ্যমন্ত্রী লড়ছেন ভোটে

লোকসভার পাশাপাশি   অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে শুক্রবার।