Homeখবরদেশভারতীয় উপকূলের কাছে ফের চিনের 'গুপ্তচর জাহাজ', ঘনাচ্ছে রহস্য

ভারতীয় উপকূলের কাছে ফের চিনের ‘গুপ্তচর জাহাজ’, ঘনাচ্ছে রহস্য

প্রকাশিত

নয়াদিল্লি: ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে ১৬১ নটিক্যাল মাইল দূরে ভারতীয় উপকূলের কাছাকাছি দেখা গেছে একটি চিনা জাহাজ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘হাই ইয়াং শি ইউ’ নামে ওই জাহাজটি আদতে চিনের একটি “গুপ্তচর জাহাজ”।

টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, পারাদ্বীপ বন্দরের প্রায় উত্তর-পূর্বে অবস্থান করছিল জাহাজটি। বর্তমানে সেটি বঙ্গোপসাগরে রয়েছে। বঙ্গোপসাগরের কিছু অংশে গভীরতা এবং লবণাক্ততা-সহ বিস্তারিত জানার কাজে যুক্ত ওই জাহাজ। এই সমস্ত তথ্য ভবিষ্যতে সাবমেরিন সংক্রান্ত কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, ২০১৫ সালে তিয়ানজিনে নির্মিত ‘হাই ইয়াং শি ইউ’ একটি আধুনিক জাহাজ। এর ওজন প্রায় ২ হাজার টন। এর আগেও ভারত মহাসাগরে নিয়মিত এ ধরনের জাহাজ পাঠিয়েছে চিনা নৌবাহিনী। বর্তমানে এই অঞ্চলে আরও দুটি অনুসন্ধানকারী জাহাজ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করেছিল ২০০৭ সালে নির্মিত ১১ হাজার টনের চিনা নজরদারি জাহাজ ‘ইউয়ান ওয়াং-৫’। হাম্বানটোটা বন্দরটির নির্মাণ করেছিল চিন। মূলত ভারতীয় উপগ্রহের গতিবিধির উপর নজরদারি চালানোর কাজ করে ওই চিনা গুপ্তচর জাহাজ। শ্রীলঙ্কার ওই বন্দরে চিনা জাহাজের নোঙর করা নিয়ে কূটনৈতিক অস্থিরতাও তৈরি হয়েছিল সে সময়।

ওই ঘটনার ঠিক তিন মাসের মাথায় ভারত মহাসাগরের জলে ঢুকে পড়েছিল আরও একটি চিনা গুপ্তচর জাহাজ ‘ইউয়ান ওয়াং-৬’। ইউয়ান ওয়াং-৬-এর মূল দায়িত্ব ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের উপর নজরদারি করা। জানা যায়, বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতির হদিস পেতেই ওই চিনা জাহাজটি ভারত মহাসাগরে ঢুকেছিল। আবারও ভারতীয় উপকূলের কাছে চিনের ‘গুপ্তচর জাহাজ’ ‘হাই ইয়াং শি ইউ’-এর উপস্থিতিতে ঘনাচ্ছে রহস্য।

আরও পড়ুন: রামনবমীর পূজার্চনার সময় ইনদওরে ভেঙে পড়ল মন্দিরের মেঝে, নীচে থাকা কুয়োয় পড়ে মৃত্যু ১৩ পুণ্যার্থীর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।