Home খবর দেশ ভারতীয় উপকূলের কাছে ফের চিনের ‘গুপ্তচর জাহাজ’, ঘনাচ্ছে রহস্য

ভারতীয় উপকূলের কাছে ফের চিনের ‘গুপ্তচর জাহাজ’, ঘনাচ্ছে রহস্য

0

নয়াদিল্লি: ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে ১৬১ নটিক্যাল মাইল দূরে ভারতীয় উপকূলের কাছাকাছি দেখা গেছে একটি চিনা জাহাজ। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ‘হাই ইয়াং শি ইউ’ নামে ওই জাহাজটি আদতে চিনের একটি “গুপ্তচর জাহাজ”।

টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী, পারাদ্বীপ বন্দরের প্রায় উত্তর-পূর্বে অবস্থান করছিল জাহাজটি। বর্তমানে সেটি বঙ্গোপসাগরে রয়েছে। বঙ্গোপসাগরের কিছু অংশে গভীরতা এবং লবণাক্ততা-সহ বিস্তারিত জানার কাজে যুক্ত ওই জাহাজ। এই সমস্ত তথ্য ভবিষ্যতে সাবমেরিন সংক্রান্ত কার্যকলাপের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জানা গিয়েছে, ২০১৫ সালে তিয়ানজিনে নির্মিত ‘হাই ইয়াং শি ইউ’ একটি আধুনিক জাহাজ। এর ওজন প্রায় ২ হাজার টন। এর আগেও ভারত মহাসাগরে নিয়মিত এ ধরনের জাহাজ পাঠিয়েছে চিনা নৌবাহিনী। বর্তমানে এই অঞ্চলে আরও দুটি অনুসন্ধানকারী জাহাজ রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে নোঙর করেছিল ২০০৭ সালে নির্মিত ১১ হাজার টনের চিনা নজরদারি জাহাজ ‘ইউয়ান ওয়াং-৫’। হাম্বানটোটা বন্দরটির নির্মাণ করেছিল চিন। মূলত ভারতীয় উপগ্রহের গতিবিধির উপর নজরদারি চালানোর কাজ করে ওই চিনা গুপ্তচর জাহাজ। শ্রীলঙ্কার ওই বন্দরে চিনা জাহাজের নোঙর করা নিয়ে কূটনৈতিক অস্থিরতাও তৈরি হয়েছিল সে সময়।

ওই ঘটনার ঠিক তিন মাসের মাথায় ভারত মহাসাগরের জলে ঢুকে পড়েছিল আরও একটি চিনা গুপ্তচর জাহাজ ‘ইউয়ান ওয়াং-৬’। ইউয়ান ওয়াং-৬-এর মূল দায়িত্ব ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের উপর নজরদারি করা। জানা যায়, বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতির হদিস পেতেই ওই চিনা জাহাজটি ভারত মহাসাগরে ঢুকেছিল। আবারও ভারতীয় উপকূলের কাছে চিনের ‘গুপ্তচর জাহাজ’ ‘হাই ইয়াং শি ইউ’-এর উপস্থিতিতে ঘনাচ্ছে রহস্য।

আরও পড়ুন: রামনবমীর পূজার্চনার সময় ইনদওরে ভেঙে পড়ল মন্দিরের মেঝে, নীচে থাকা কুয়োয় পড়ে মৃত্যু ১৩ পুণ্যার্থীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version