Homeখবরদেশ'কমলনাথের জাঁতাকলে পিষ্ট কংগ্রেস', বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

‘কমলনাথের জাঁতাকলে পিষ্ট কংগ্রেস’, বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের

প্রকাশিত

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দীপাবলির দিন সাগরে রোড শো করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এ দিন তিনি জনসাধারণকে দীপাবলির শুভেচ্ছা জানান। পাশাপাশি জোরালো আক্রমণ করেন বিরোধী দল কংগ্রসকে।

এ দিন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সাগরের খুরাই বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় বক্তৃতা করেন। বলেন, ‘এখন আমরা মধ্যপ্রদেশ জুড়ে প্রতি ২৫-৩০ গ্রামে একটি করে মুখ্যমন্ত্রী রাইজ স্কুল তৈরি করব। পড়ুয়াদের বাড়ি থেকে স্কুলে নিয়ে আসা এবং স্কুল ছুটির পর বাড়ি পৌঁছে দেওয়া হবে। ল্যাব, লাইব্রেরি, স্মার্ট ক্লাস এবং বাস পরিষেবাও থাকবে। এই সবই পাওয়া যাবে বিনামূল্যে।’

মুখ্যমন্ত্রী শিবরাজ বলেন, ‘কংগ্রেস কখনোই উন্নয়ন করতে পারে না, উন্নয়ন শুধু বিজেপি করেছে এবং উন্নয়নের এই মহাযজ্ঞ চলবে। আমার কৃষক ভাইয়েরা জেনে নিন, আমরা গম কিনব ২,৭০০ টাকা এবং ধান প্রতি কুইন্টাল ৩,১০০ টাকায়। কংগ্রেস ঋণ মকুবের নামে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছে।’

একইসঙ্গে তিনি কংগ্রেস নেতা কমলনাথকেও আক্রমণ করেন। তিনি বলেন, ‘কংগ্রেস ও কমলনাথ অহংকারী। লোকে বলে যে তাদের জাঁতাকলে খুব সূক্ষ্মভাবে পিষে ফেলে। কিন্তু কমলনাথ নিজের কলে কংগ্রেসকেই পিষে ফেলেছেন।’

প্রসঙ্গত, শনিবার মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইস্তেহার প্রকাশ করেছে শাসক দল বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ইস্তেহার প্রকাশ করে বলেন, “আমাদের মন্ত্র হল সংস্কার, সম্পাদন এবং রূপান্তর”।

আরও পড়ুন: গরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে ‘কেজি থেকে পিজি’ শিক্ষা, মধ্যপ্রদেশ নির্বাচনে বড়ো প্রতিশ্রুতি বিজেপি-র

সাম্প্রতিকতম

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন উদ্যোগ, এ বার উপভোক্তাদের ঘরে পৌঁছবে লাইফ সার্টিফিকেট

জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের হাতে ঘরে গিয়ে তুলে দেওয়া হচ্ছে ডিজিটাল লাইফ সার্টিফিকেট। রাজ্যের লক্ষাধিক প্রবীণ, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকরা উপকৃত।

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন

রথে পুরী যাওয়া আরও সহজ! রথযাত্রা উপলক্ষে ৩৬৫টি বিশেষ ট্রেন চালাবে রেল

পুরীর রথযাত্রায় পুণ্যার্থীদের ভিড় সামাল দিতে ৩৬৫টি বিশেষ ট্রেন চালানোর ঘোষণা ভারতীয় রেলের। ওড়িশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য থেকে ছাড়বে ট্রেন।

ঝাড়খণ্ডে হড়পা বানে ওড়িশার বালেশ্বরে জলমগ্ন ১৭টি পঞ্চায়েত, ক্ষতিগ্রস্ত ৫০ হাজার মানুষ

ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে হড়পা বান, ওড়িশার বালেশ্বরে ৫০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ১৭টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়।

শিয়ালদহ ও বনগাঁ শাখায় চলবে এসি লোকাল ট্রেন! অফিসযাত্রায় মিলবে ঠান্ডা হাওয়ার স্বস্তি, জেনে নিন ভাড়া

আর ঘেমে-নেয়ে লোকাল ট্রেনে যাত্রা নয়। শিয়ালদহ মেন ও বনগাঁ শাখায় শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন। থাকছে স্বয়ংক্রিয় দরজা, জিপিএস ইনফরমেশন সিস্টেম। জেনে নিন রুটভিত্তিক ভাড়ার বিস্তারিত।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে