Homeখবরদেশগরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে 'কেজি থেকে পিজি' শিক্ষা, মধ্যপ্রদেশ নির্বাচনে বড়ো প্রতিশ্রুতি...

গরিব পরিবারের মেয়েদের বিনামূল্যে ‘কেজি থেকে পিজি’ শিক্ষা, মধ্যপ্রদেশ নির্বাচনে বড়ো প্রতিশ্রুতি বিজেপি-র

প্রকাশিত

ভোপাল: মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের ইস্তেহার প্রকাশ করল শাসক দল বিজেপি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা ইস্তেহার প্রকাশ করে বলেন, “আমাদের মন্ত্র হল সংস্কার, সম্পাদন এবং রূপান্তর”।

ইস্তেহার প্রকাশ করে নড্ডা বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনী ইস্তেহারের গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পেয়েছে কারণ রাজনৈতিক দলগুলি প্রথমে প্রতিশ্রুতি দিয়েছে এবং পরে ভুলে গেছে। বিজেপিই একমাত্র দল যারা নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করে চলেছি। এটাকে বাস্তবায়নের কাজও করেছি। এটাই আমাদের ট্র্যাক রেকর্ড।”

তিনি আরও বলেন, “রাজ্যের বাজেট ১৪ গুণ বেড়েছে, রাজ্যের মোট উৎপাদন পণ্য ১৯ গুণ বেড়েছে। আমরা রিপোর্ট কার্ডের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা শেষ মাইল পর্যন্ত সরবরাহের দিকেও মনোযোগ দিয়েছি, আমরা যা বলেছি তাই করেছি।”

নড্ডা বলেন, “২০০৩ সালে মধ্যপ্রদেশে শিল্প বিকাশের হার ছিল ০.৬১ শতাংশ, যা আজ বিজেপি সরকারের ২০ বছরের মেয়াদে বেড়ে ২৪ শতাংশ হয়েছে। ২০০৩ সালে এখানে মাত্র ৪ হাজার ২৩১ হেক্টর জমিতে সেচ পৌঁছেছিল, যা আজ বেড়ে হয়েছে ১৬,২৮৪ হেক্টর।”

এ বারের নির্বাচনে বড়ো প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। নড্ডা জানান, “আমরা ১ কোটি ৩০ লাখ বোনকে আবাসন সুবিধা দেব। আমরা গ্রামের বোনদের আর্থিক স্বনির্ভর করতে বিশেষ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের কাজ শুরু করব। প্রতিটি এসটি ব্লকে একলব্য বিদ্যালয় তৈরি করা হবে। আমরা প্রতিটি এসটি ব্লকে মেডিকেল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছি। দরিদ্র পরিবারের মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে।”

আরও পড়ুন: ‘প্যারালিসিস হয়ে যেতে পারে’, এ বার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন জ্যোতিপ্রিয়

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?