Homeখবরদেশ'দিল্লি চলো' মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস, আহত ১০ কৃষক

‘দিল্লি চলো’ মিছিলে পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাস, আহত ১০ কৃষক

প্রকাশিত

নয়াদিল্লি: শনিবার হরিয়ানা-পঞ্জাব সীমান্তে ‘দিল্লি চলো’ মিছিলে অংশগ্রহণকারী কৃষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করল পুলিশ। এতে অন্তত ১০ জন কৃষক আহত হয়েছেন বলে দাবি। দুপুরে ১০১ জন কৃষক ফের দিল্লির দিকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন। তাঁদের দাবি, ন্যূনতম সহায়ক মূল্যের (MSP) আইনি নিশ্চয়তা-সহ একাধিক দাবিতে পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্রীয় সরকার।

শম্ভু সীমান্তে কৃষকদের মিছিলে যোগ দিয়েছেন কংগ্রেস নেতা ও কুস্তিগির বজরং পুনিয়া। তিনি বলেন, “একদিকে সরকার বলছে তারা কৃষকদের বাধা দিচ্ছে না, অন্য দিকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করা হচ্ছে। এমন আচরণ করছে, যেন পাকিস্তান সীমান্তে ঘটছে। রাজনৈতিক দলের নেতারা যখন দিল্লিতে বিক্ষোভে যান, তখন কি তাঁরা অনুমতি নিয়ে যান?”

এটা ৬ ডিসেম্বরের পর থেকে কৃষকদের তৃতীয় বার দিল্লির দিকে মিছিলের চেষ্টা। এর আগে ৬ ও ৮ ডিসেম্বর হরিয়ানা পুলিশের বাধায় তাঁরা এগোতে পারেননি।

আজকের পরিকল্পিত মিছিলের আগে, হরিয়ানা সরকার অম্বালা জেলার ১২টি গ্রামে মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিষেবা স্থগিত করেছে, যা ১৭ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। সংশ্লিষ্ট গ্রামগুলি হল: ডাংডেহরি, লেহগড়, মানাকপুর, দাদিয়ানা, বড়ি ঘেল, ছোটি ঘেল, লহরসা, কালু মজরা, দেবীনগর, সদ্দোপুর, সুলতানপুর ও কাকরু।

দিল্লির দিকে মিছিল ঠেকাতে হরিয়ানা পুলিশের পক্ষ থেকে বহুস্তরীয় ব্যারিকেড বসানো হয়েছে। অম্বালা পুলিশ জানিয়েছে, দিল্লি প্রশাসনের অনুমতি ছাড়া কৃষকদের মিছিল করতে দেওয়া হবে না।

কৃষকরা একাধিক দাবিতে আন্দোলন করছেন, যার মধ্যে রয়েছে: ন্যূনতম সহায়ক মূল্যের আইনি নিশ্চয়তা, কৃষি ঋণ মকুব, কৃষকদের পেনশন, বিদ্যুৎ শুল্ক বৃদ্ধির বিরোধিতা, কৃষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ২০২১ সালের লখিমপুর খেরি হিংসার জন্য ন্যায়বিচার এবং ২০১৩ সালের ভূমি অধিগ্রহণ আইন পুনর্বহাল।

একই সময়ে, কৃষক নেতা জগজিৎ সিং দলেওয়াল ১৯ দিন ধরে খনৌরি সীমান্তে অনশন চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট কেন্দ্র ও পঞ্জাব সরকারকে নির্দেশ দিয়েছে, তারা যেন কৃষক নেতার সঙ্গে দেখা করে অনশন ভঙ্গ করানোর জন্য অনুরোধ করেন।

আরও পড়ুন: ‘আমি আইন মেনে চলা নাগরিক, সব রকম সহযোগিতা করব’, জেল থেকে বেরিয়ে বললেন অল্লু অর্জুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...