Homeখবরদেশওড়িশায় বড়োসড়ো দুর্ঘটনায় হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, বাড়ছে মৃতের সংখ্যা

ওড়িশায় বড়োসড়ো দুর্ঘটনায় হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, বাড়ছে মৃতের সংখ্যা

প্রকাশিত

লাইনচ্যুত হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক কামরা। উল্টে যাওয়া বগির নীচে চাপা পড়েন বহু যাত্রী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, হতাহতের সংখ্যা অনেক। তবে ঠিক কতজন যাত্রী আহত হয়েছেন বা কত জনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে রেলের তরফে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

শুক্রবার হাওড়ার শালিমার স্টেশন থেকে শুক্রবার দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ ট্রেনটি (১২৮৪১ আপ) ছাড়ে। সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি। প্রায় সমস্ত কামরাই উল্টে যায়।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বালেশ্বর স্টেশনের কাছে ট্রেনটির স্লিপার ক্লাস, প্যান্ট্রি কার-সহ বেশ অনেকগুলি বগি বেলাইন হয়ে যায়। হতাহতের সংখ্যা এখনও রেলের তরফে স্পষ্ট করে জানানো হয়নি। রাত সাড়ে ৯টা নাগাদ জানা যায়, অন্তত পক্ষে ১০০ জনের মৃ্ত্যু হয়েছে। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে, মৃতের সংখ্যা কমপক্ষে ২০০-র বেশি হতে পারে।

মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির একাধিক কামরা বেলাইন হয়ে যায় বলে জানা যাচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেল আধিকারিক-সহ কর্মীরা।  হাওড়া, শালিমার, খড়্গপুর, বালেশ্বর স্টেশনে হেল্প ডেস্ক খোলা হয়েছে। হাওড়ার হেল্প লাইন নম্বর হল, ০৩৩ ২৬৩৮ ২২১৭, খড়্গপুর- ৮৯৭২০৭৩৯২৫, ৯৩৩২৩৯২৩৩৯, বালেশ্বর- ৮২৪৯৫৯১৫৫৯, ৭৯৭৮৪১৮৩২২, শালিমার- ৯৯০৩৩৭০৭৪৬

আপডেট পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২০৭, আহত ৯০০

সাম্প্রতিকতম

রামকৃষ্ণ মঠ ও মিশনের ১৭তম অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ, জানুন তাঁর বিস্তৃত কর্মকাণ্ডের ইতিহাস

কলকাতা: রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ। এর আগে তিনি রামকৃষ্ণ...

অন্তত মঙ্গলবার পর্যন্ত গরমের রুদ্ররূপ, অতীতের সব রেকর্ড অক্ষত থাকবে তো?

শ্রয়ণ সেন কলকাতার ইতিহাসে উষ্ণতম দিন ছিল ১৯৫৮ সালের ২৮ মে। সে দিন পারদ উঠেছিল...

বাম হাতে ভাই ফোঁটা দিয়ে ডান হাতে মুছে দিতেন, ছোটবেলার সেই প্রেমের গল্প বললেন ইন্দ্রানী হালদার

অভিনেত্রী একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। পেতেন প্রচুর প্রেমপত্রও। ছোটবেলায় বন্ধু-বান্ধবীদের দাদা-ভাইদের থেকেও নাকি প্রচুর প্রেমপত্র পেয়েছিলেন অভিনেত্রী।

অক্ষয় তৃতীয়ার আগে ১০ দিনে সোনার দাম কমল প্রায় ৩ হাজার টাকা

শেষ ১০ দিনে প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ২,৯০০ টাকা। বর্তমানে সোনার দাম...

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।