Homeখবরদেশকাশির সিরাপ রফতানিতে নয়া নিয়ম, ১ জুন থেকে সরকারি ল্যাবে ওষুধ পরীক্ষা...

কাশির সিরাপ রফতানিতে নয়া নিয়ম, ১ জুন থেকে সরকারি ল্যাবে ওষুধ পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

নয়াদিল্লি: ভারতে তৈরি কাশির সিরাপ নিয়ে বিতর্ক বেঁধেছে আমদানিকারক কয়েকটি দেশে। এর পরই ওষুধের গুণমান যাচাইয়ে কার্যকরী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রফতানি করার জন্য চালান পাওয়ার আগেই এ বার থেকে ভারতীয় সংস্থাকে নিজের কাশির সিরাপ পরীক্ষা করাতে হবে সরকারি ল্যাবরেটরিতে।

সূত্র জানিয়েছে, বিদেশে পাঠানোর চালানের অনুমতি পাওয়ার আগে নির্দিষ্ট সরকারি পরীক্ষাগারে নিজের পণ্যগুলির পরীক্ষা করাতে হবে সংস্থাগুলিকে। এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১ জুন থেকে। সোমবার বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক (ডিজিএফটি) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বলা হয়েছে, “কাশির সিরাপ রফতানি করার অনুমতি দেওয়ার আগে পণ্যের নমুনা পরীক্ষা করা হবে। এর জন্য নির্দিষ্ট কোনো পরীক্ষাগার বিশ্লেষণের শংসাপত্র জারি করবে।”

নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারী ল্যাবগুলির মধ্যে রয়েছে ভারতীয় ফার্মাকোপিয়া কমিশন, রিজিওনাল ড্রাগ টেস্টিং ল্যাব (আরডিটিএল – চণ্ডীগড়), সেন্ট্রাল ড্রাগ ল্যাব (সিডিএল – কলকাতা), সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাব (সিডিটিএল – চেন্নাই হায়দরাবাদ, মুম্বই), রিজিওনাল ড্রাগ টেস্টিং ল্যাব (আরডিটিএল- গুয়াহাটি) এবং এনএবিএল (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ) রাজ্য সরকারের স্বীকৃত ড্রাগ টেস্টিং ল্যাব।

ভারতীয় সংস্থাগুলির রফতানি করা কাশির সিরাপ নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে উদ্বেগ উত্থাপিত হওয়ার পরে এই নির্দেশকা এল। এ প্রসঙ্গে এক সরকারি আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ভারত থেকে রফতানি করা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল পণ্যের গুণমান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। যে কারণে, কোনো ওষুধ বিদেশে পাঠানোর আগে তার গুণমান যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায় এমন ধরনের কাশির সিরাপের নমুনা খুঁজে পাওয়া গিয়েছিল, যাতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ে বলে দাবি করা হয়। ভারতে তৈরি ওই কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই সিরাপটির প্রস্তুতকারক পাঞ্জাব-ভিত্তিক কিউপি ফার্মাকেম লিমিটেড, যা বিপণন করে হরিয়ানা-ভিত্তিক ট্রিলিয়াম ফার্মা।

আরও পড়ুন: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি! কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ের আশঙ্কা

সাম্প্রতিকতম

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

বাংলাদেশে আর ‘স্যর’ সম্বোধন নয় মহিলা অফিসারদের! হাসিনা আমলের নিয়ম বদলাচ্ছে ইউনূসের সরকার

বাংলাদেশে মহিলা অফিসারদের আর ‘স্যর’ বলা যাবে না। শেখ হাসিনার আমলের এই নিয়ম বাতিল করল ইউনূসের অন্তর্বর্তী সরকার। নতুন সম্বোধনের প্রস্তাব আনবে কমিটি।

আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কম, উত্তরবঙ্গে নতুন করে দুর্যোগের আশঙ্কা

দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে ফের ভারী বর্ষণের সম্ভাবনা। চলবে সপ্তাহজুড়ে। দক্ষিণের তিনটি জেলায় এখনও জারি রয়েছে সতর্কতা।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।

আরও পড়ুন

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রের কাছে রিপোর্ট তলব কলকাতা হাই কোর্টের

বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, তা জানাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। দিল্লি ও রাজ্যের মুখ্যসচিবদেরও দেওয়া হল নির্দেশ।

ভোটার তালিকার ‘বিশেষ’ সংশোধনে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি ও রেশন কার্ডও গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ২৮ জুলাই।

মালগাড়ি থামিয়ে ‘মা’ হাতির পাশে দাঁড়াল মানুষ! ২ঘণ্টা ট্রেনে অপেক্ষায় রেলকর্মী-যাত্রীরা

প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী হাতির জন্য থামিয়ে দেওয়া হল মালগাড়ি। ঝাড়খণ্ডের রেলপথের ধারে জঙ্গলে জন্ম নিল শাবক। বন দফতর ও রেল দফতরের যৌথ নজির।