Homeখবরদেশকাশির সিরাপ রফতানিতে নয়া নিয়ম, ১ জুন থেকে সরকারি ল্যাবে ওষুধ পরীক্ষা...

কাশির সিরাপ রফতানিতে নয়া নিয়ম, ১ জুন থেকে সরকারি ল্যাবে ওষুধ পরীক্ষা বাধ্যতামূলক

প্রকাশিত

নয়াদিল্লি: ভারতে তৈরি কাশির সিরাপ নিয়ে বিতর্ক বেঁধেছে আমদানিকারক কয়েকটি দেশে। এর পরই ওষুধের গুণমান যাচাইয়ে কার্যকরী সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রফতানি করার জন্য চালান পাওয়ার আগেই এ বার থেকে ভারতীয় সংস্থাকে নিজের কাশির সিরাপ পরীক্ষা করাতে হবে সরকারি ল্যাবরেটরিতে।

সূত্র জানিয়েছে, বিদেশে পাঠানোর চালানের অনুমতি পাওয়ার আগে নির্দিষ্ট সরকারি পরীক্ষাগারে নিজের পণ্যগুলির পরীক্ষা করাতে হবে সংস্থাগুলিকে। এই নিয়ম কার্যকর হচ্ছে আগামী ১ জুন থেকে। সোমবার বৈদেশিক বাণিজ্য মহাপরিচালক (ডিজিএফটি) সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বলা হয়েছে, “কাশির সিরাপ রফতানি করার অনুমতি দেওয়ার আগে পণ্যের নমুনা পরীক্ষা করা হবে। এর জন্য নির্দিষ্ট কোনো পরীক্ষাগার বিশ্লেষণের শংসাপত্র জারি করবে।”

নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারী ল্যাবগুলির মধ্যে রয়েছে ভারতীয় ফার্মাকোপিয়া কমিশন, রিজিওনাল ড্রাগ টেস্টিং ল্যাব (আরডিটিএল – চণ্ডীগড়), সেন্ট্রাল ড্রাগ ল্যাব (সিডিএল – কলকাতা), সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাব (সিডিটিএল – চেন্নাই হায়দরাবাদ, মুম্বই), রিজিওনাল ড্রাগ টেস্টিং ল্যাব (আরডিটিএল- গুয়াহাটি) এবং এনএবিএল (ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবরেটরিজ) রাজ্য সরকারের স্বীকৃত ড্রাগ টেস্টিং ল্যাব।

ভারতীয় সংস্থাগুলির রফতানি করা কাশির সিরাপ নিয়ে বিশ্বের বেশ কয়েকটি দেশে উদ্বেগ উত্থাপিত হওয়ার পরে এই নির্দেশকা এল। এ প্রসঙ্গে এক সরকারি আধিকারিকের মন্তব্য উদ্ধৃত করে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, ভারত থেকে রফতানি করা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল পণ্যের গুণমান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার। যে কারণে, কোনো ওষুধ বিদেশে পাঠানোর আগে তার গুণমান যাচাইয়ের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিলে মার্শাল দ্বীপপুঞ্জ এবং মাইক্রোনেশিয়ায় এমন ধরনের কাশির সিরাপের নমুনা খুঁজে পাওয়া গিয়েছিল, যাতে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ে বলে দাবি করা হয়। ভারতে তৈরি ওই কাশির সিরাপ নিয়ে সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই সিরাপটির প্রস্তুতকারক পাঞ্জাব-ভিত্তিক কিউপি ফার্মাকেম লিমিটেড, যা বিপণন করে হরিয়ানা-ভিত্তিক ট্রিলিয়াম ফার্মা।

আরও পড়ুন: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি! কোথাও কোথাও স্থানীয় ভাবে বিপর্যয়ের আশঙ্কা

সাম্প্রতিকতম

মেডিক্যাল কলেজগুলির বৈঠক পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা

রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের প্রিন্সিপাল ও ডিরেক্টরদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে...

উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় চাকরি

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের জন্য এবার কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জুট কর্পোরেশন...

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

আত্মঘাতী মালাইকা অরোরার বাবা, তদন্তে পুলিশ

মুম্বইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে বুধবার আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল মালাইকা...

আরও পড়ুন

১ অক্টোবর থেকে বদলাচ্ছে পিপিএফের নিয়ম

আগামী ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প পাবলিক প্রভিডেন্ট ফান্ডের নিয়ম। কেন্দ্রীয়...

মণিপুরে শান্তির দাবিতে ছাত্র বিক্ষোভ, অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট পরিষেবা 

মণিপুরে চলমান অস্থিরতার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে পাঁচটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ এবং ইন্টারনেট বন্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকার অতিরিক্ত সিআরপিএফ বাহিনী মোতায়েন করেছে। পরিস্থিতি সামাল দিতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যপাল।

হরিয়ানায় জন্য বিজেপির দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ, জুলানায় ফোগাটের বিরুদ্ধে প্রার্থী ক্যাপ্টেন যোগেশ বৈরাগী

হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি তাদের দ্বিতীয় তালিকায় ২১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। জুলানায় ক্যাপ্টেন যোগেশ বয়রাগী এবং রেসলার ভিনেশ ফোগাটের লড়াই নির্বাচনের অন্যতম আকর্ষণ।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?