ফের বাড়ছে করোনা সংক্রমণ, উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

0
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সংগৃহীত ছবি

নয়াদিল্লি: শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। ভারতে কোভিড-১৯ (COVID-19) আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। বৈঠকে অংশ নেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং এনটিজিএআই (ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন) আধিকারিকরা।

সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ আগের দিনের থেকে ১৩ শতাংশ লাফিয়েছে। নতুন করে করোনভাইরাস সংক্রমিতের সংখ্যা ৬ হাজার টপকে গিয়েছে। সক্রিয় কোভিডরোগীর সংখ্যাও ৩০ হাজারের দিকে এগোচ্ছে।

এ দিন সকালে প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০ জন। যা গতকাল ছিল ৫ হাজার ৩৩৫। গত ২০২২ সালের ১৬ সেপ্টেম্বরের পর থেকে ফের এক বার ৬ হাজারের গণ্ডি অতিক্রম করল দৈনিক করোনা সংক্রমণ।

শেষ ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্র থেকে তিনজন,কর্নাটক ও রাজস্থান থেকে দু’জন করে, দিল্লি, হরিয়ানা, গুজরাত, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পঞ্জাব থেকে একজন করে কোভিডরোগীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৯৪৩।

ফের এক বার করোনা সংক্রমণ ঠেকাতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, আইসিইউ বেড, অক্সিজেন সরবরাহ এবং অন্যান্য জটিল পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুন: স্পিন ভেলকি, বিরাটদের বিরুদ্ধে ৮১ রানে ম্যাচ জিতল কেকেআর

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.