Homeখেলাধুলোআইপিএলস্পিন ভেলকি, বিরাটদের বিরুদ্ধে ৮১ রানে ম্যাচ জিতল কেকেআর

স্পিন ভেলকি, বিরাটদের বিরুদ্ধে ৮১ রানে ম্যাচ জিতল কেকেআর

প্রকাশিত

কেকেআর: ২০৪-৭ (শার্দূল ৬৮, গুরবাজ ৫৭, উইলি ২-১৬)

আরসিবি: ১২৩-৯ (ফ্যাফ ২৩, বিরাট ২১, বরুণ চক্রবর্তী ৪-১৫, সুযশ শর্মা ৩-৩০)

কলকাতা: ঘরের মাঠ ইডেন গার্ডেনসে জয় কলকাতা নাইট রাইডার্সের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮১ রানে হারালেন নাইটরা। বৃহস্পতিবার এ বারের আইপিএল মরশুমে প্রথম জয় হাসিল করল কলকাতা। ভরা ইডেন যেমন নাইটদের জয়ের সাক্ষী থেকেছে, তেমনই টিমের প্রথম হোম ম্যাচ দেখতে ছুটে এসেছিলেন শাহরুখ খানও।

টস হেরে প্রথমে ব্যাট করতে হয় কেকেআরকে। শুরুটা মোটেই ভাল হয়নি নাইটদের। একটা সময় স্রেফ ৪৭ রানে ৩ উইকেট পড়ে যায়। সেখান থেকে শুরু হয় প্রত্যাবর্তনের লড়াই। প্রথমে নাইটদের লড়াই শুরু হয় গুরবাজ এবং রিঙ্কুর হাত ধরে। ৪৪ বলে ৫৭ রান করেন আফগান ওপেনার। তারপর আবার ধাক্কা। পরপর দু’বলে আউট গুরবাজ এবং রাসেল। কেকেআর ৮৯ রানে ৫। এর পর শার্দূল ঠাকুর এসে জীবনের সেরা টি-২০ ইনিংসটি খেলে দিলেন। ২৯ বলে ৬৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। রিঙ্কু সিং করলেন ৩৩ বলে ৪৬। কলকাতা পৌঁছে গেল ২০৪ রানে।

রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি ও কর্ণ শর্মা। জবাবে ১৭.‌৪ ওভারে ১২৩ রানে শেষ হয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠে দুরন্ত বোলিং করে নাইটদের জয় এনে দিলেন তিন স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন ও সুযশ শর্মা। ম্যাচের রং পুরো পাল্টে দেন কেকেআকের এই তিন স্পিনার।

২০৫ রানের লক্ষ্য নিয়ে দারুণ শুরু করেছিলেন দুই ওপেনার বিরাট কোহলি ও ফাফ ডু‌প্লেসি। ওপেনিং জুটিতে ৪.‌৫ ওভারে ওঠে ৪৪। পঞ্চম ওভারেই নীতীশ রানা আক্রমণে নিয়ে আসেন সুনীল নারাইনকে। ১৮ বলে ২১ রান করে আউট হন কোহলি। পরের ওভারেই রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর বল ব্যাটের কানায় লাগিয়ে বোল্ড হন ডুপ্লেসি (‌১২ বলে ২৩)‌। গ্লেন ম্যাক্সওয়েলকেও (‌৫)‌ তুলে নেন বরুণ। শাহবাজ আমেদকে (‌১)‌ ফেরান নারাইন।

নবম ওভারের মধ্যে ৬১ রানে ৫ উইকেট হারিয়ে চূড়ান্ত বিপর্যয়ে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বাদশ ওভারে মাইকেল ব্রেসওয়েলকে (‌১৮ বলে ১৯)‌ তুলে নেন শার্দূল ঠাকুর। পরের ওভারে অনুজ রাওয়াতকে (‌১)‌ ফেরান সুযশ শর্মা। একই ওভারের পঞ্চম বলে তুলে নেন দীনেশ কার্তিককে (‌৯)‌। শেষ পর্যন্ত ১২৩ রানে গুটিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুরন্ত বোলিং করে ১৫ রানে ৪ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। অভিষেকেই বাজিমাত সুযশ শর্মারও। ১৮ রানে তিনি নেন ৩ উইকেট। ১৬ রানে ২ উইকেট সুনীল নারাইনের।

প্রসঙ্গত, দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর ইডেনে ফিরই দুরন্ত জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে এসে দলের জয় দেখে উচ্ছ্বসিত শাহরুখ খানও। জয় নিশ্চিত হতেই বক্সে উচ্ছ্বাসে ফেটে পড়লেন শাহরুখ কন্যা-সুহানা। প্রত্যাশা পূরণ হতেই জুহি, শাহরুখ এবং সুহানা মাঠে নামলেন। শুরুতে নাইটদের সঙ্গে হাত মেলালেন, আলিঙ্গন করলেন শাহরুখ। এর পর কিং খান দেখা করলেন কোহলির সঙ্গেও। ঝুমে জো পাঠান গানে নাচলেনও তাঁরা।

সাম্প্রতিকতম

কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রায় দু’ঘণ্টার বৈঠক, ৫ দফা দাবি পেশ

কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রায় দু’ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচ দফা দাবি পেশ করা হয়েছে এবং বৈঠকের বিবরণ স্টেনোগ্রাফারদের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়।

বাংলাদেশের জন্য মার্কিন সাহায্যের প্রভাব: পাকিস্তানের মতো পরিস্থিতি কি আসছে?

রবিবার ( ১৫ সেপ্টেম্বর ২০২৪) বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে। এই সাহায্য...

ভোডাফোন, এয়ারটেল নাকি জিও, কার ২৮ দিনের ইন্টারনেট প্যাক সবচেয়ে সাশ্রয়ী

ভারতে মোবাইল ইন্টারনেট পরিষেবার জন্য ভোডাফোন, আইডিয়া, এয়ারটেল, এবং জিওর প্যাকেজগুলির তুলনা। দাম, স্পিড, নেটওয়ার্ক কভারেজ ও অতিরিক্ত সুবিধার ভিত্তিতে কোন অপারেটর সেরা?

কুরস্ক নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে চাপ বাড়ানোর চেষ্টা রাশিয়ার, কে কতটা এগিয়ে

গত আগস্ট মাসে রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি অংশ দখল করে ইউক্রেনীয় সেনা। প্রতিকূল অবস্থায়...

আরও পড়ুন

এবারের আইপিএল-এ সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হলেন সুনীল নারিন, বিরাট কোহলি পেলেন অরেঞ্জ ক্যাপ

খবর অনলাইন ডেস্ক: রবিবার শেষ হল আইপিএল ২০২৪। সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বার...

আইপিএল ২০২৪: হায়দরাবাদকে নিয়ে ছেলেখেলা করে তৃতীয়বার চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স

এই নিয়ে তিনবার আইপিএল চ্যাম্পিয়ন হল কেকেআর। এবং এবার চ্যাম্পিয়নের ট্রফি এল দশ বছর পর। এর আগে কলকাতা চ্যাপিয়ন হয়েছিল ২০১২ এবং ২০১৪ সালে। আর ২০২১-এ হয়েছিল রানার্স আপ। তিনবারের মধ্যে দু’বারই চ্যাম্পিয়নের ট্রফি এল চেন্নাইয়ের মাঠ থেকে।

হাসপাতাল থেকে ফিরেই আইপিএল ফাইনালে শাহরুখ, মুখে মাস্ক, পাশে স্ত্রী গৌরী

শাহরুখ খান সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বাইয়ে ফিরে আসেন। চিকিৎসকরা তাঁকে এক সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?