Homeখবরদেশদেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন...

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

প্রকাশিত

দেশের পরবর্তী তথা ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার পি সি মোধি। এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণণ পান ৪৫২ ভোট, অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের প্রার্থী ও প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডি পান ৩০০ ভোট। মোট ৭৬৭ সাংসদ ভোট দেন, যা ছিল ৯৮.২ শতাংশ উপস্থিতি। এর মধ্যে বৈধ ভোট ছিল ৭৫২, আর ১৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ভোট ছিল ৩৭৭।

৬৭ বছর বয়সি সি পি রাধাকৃষ্ণণ বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল পদে ছিলেন। এবার দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি নির্বাচিত হলেন। তিনি তামিলনাড়ুর তৃতীয় নেতা, যিনি উপরাষ্ট্রপতির আসনে বসলেন।

রাধাকৃষ্ণণ একজন ওবিসি নেতা, গাউনদার-কোঙ্গু ভেল্লালার সম্প্রদায় থেকে উঠে আসা। বিজেপির দীর্ঘদিনের সক্রিয় সংগঠক তিনি। দু’বার লোকসভায় কোয়েম্বাটুর কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নামের বিভ্রান্তির কারণে তা আর সম্ভব হয়নি।

রাজনৈতিক জীবনের শুরুতে আরএসএস-এর সঙ্গে যুক্ত ছিলেন রাধাকৃষ্ণণ। সেখান থেকে ধাপে ধাপে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে উন্নীত হয়ে পরবর্তীতে বিজেপির একজন গ্রহণযোগ্য নেতা হয়ে ওঠেন। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংগঠক হিসেবে দক্ষতাকেই এনডিএ এবার উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কাজে লাগিয়েছে।

অন্যদিকে বিরোধী প্রার্থী বি সুদর্শন রেড্ডি দক্ষিণ ভারতেরই আরেকজন পরিচিত মুখ। তবে সংখ্যার অঙ্কে এনডিএ শিবির যে অনেকটাই এগিয়ে ছিল, ভোটফলাফলেও তা স্পষ্ট হয়ে গেল।

প্রাক্তন উপরাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় মঙ্গলবার তাঁর উত্তরসূরি সি পি রাধাকৃষ্ণণকে শুভেচ্ছা জানালেন। ধনখড়ের বক্তব্য, রাধাকৃষ্ণণের বিস্তৃত অভিজ্ঞতার জেরে উপরাষ্ট্রপতির পদ আরও গৌরবমণ্ডিত হবে।
এটাই জুলাই মাসে দায়িত্ব ছাড়ার পর ধনখড়ের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

কী ভাবে হয় উপরাষ্ট্রপতি নির্বাচন? জানুন খুঁটিনাটি

উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন দুই কক্ষের সাংসদরা। মোট ৭৮১ ভোটের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য চাই ৩৯১। এনডিএর কাছে রয়েছে ৪২৭ ভোট, বিরোধী শিবির পিছিয়ে।