নয়াদিল্লি: ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ আগামী ৩৬ ঘণ্টার মধ্যে তীব্র হতে চলেছে। যা আগামী দু’দিনের মধ্যে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। শুক্রবার একটি টুইট বার্তায় এমনটাই জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (IMD)।
বিভাগ জানিয়েছে, অত্যন্ত তীব্র এই ঘূর্ণিঝড় ৮ জুন (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টায় গোয়ার ৮৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং মুম্বই থেকে ৮৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থিত পূর্ব-মধ্য আরব সাগরের উপর অবস্থান করছিল।
এই মুহূর্তে পূর্ব এবং মধ্য আরব সাগরে অবস্থান করছ এই ঘূর্ণিঝড়। হাওয়া অফিসের মতে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। যার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে।
একই সঙ্গে বিভাগ জানায়, পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে আরও তীব্র হতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আগামী দু’দিনের মধ্যে যা উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব পড়বে গোয়া, গুজরাত এবং কর্নাটক উপকূলে। লাক্ষাদ্বীপ, কর্নাটক, গোয়া এবং মহারাষ্ট্রের উপকূলীয় অঞ্চলগুলি ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে পারে। যদিও আরব সাগর সংলগ্ন বাকি দেশ ওমান, ইরান, পাকিস্তানে ঝড়ের তেমন প্রভাব পড়বে না বলেই মনে করছে মৌসম ভবন।
ইতিমধ্যে, আরব সাগরের এই ধরনের ঘূর্ণিঝড় কবলিত এলাকায় মৎস্যজীবীদের না যাওয়ার পরামর্শও দিয়েছে আবহাওয়া দফতর। গুজরাতের মৎস্যজীবীদের ১৪ জুন পর্যন্ত আরব সাগরে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। যারা সমুদ্রে রয়েছে, তাদেরও উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে যেতে পারবেন না, ইডি-র তলবে জানালেন অভিষেক