Homeখবরদেশদান্তেওয়াড়া মাওবাদী হামলা: ছত্তীসগঢ়ে আইইডি বিস্ফোরণে ১০ জওয়ান-সহ নিহত ১১

দান্তেওয়াড়া মাওবাদী হামলা: ছত্তীসগঢ়ে আইইডি বিস্ফোরণে ১০ জওয়ান-সহ নিহত ১১

প্রকাশিত

ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় বড়োসড়ো মাওবাদী হামলা। আইইডি বিস্ফোরণে নিহত ১০ জন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ান-সহ ১১ জন। আধিকারিকরা জানিয়েছেন, দান্তেওয়াড়া মাওবাদী হামলায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন।

জানা গিয়েছে, দান্তেওয়াড়া জেলার আরানপুরের কাছে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) জওয়ানদের নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। সেটাতেই আইইডি হামলা চালানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মাওবাদীরা আইইডি বসিয়েছিল। যে এলাকায় বিস্ফোরণটি হয়েছে সেটি রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

জানা গিয়েছে, যাঁদের উপর হামলা হয়েছে তাঁরা ওই এলাকায় মাওবাদী দমন অভিযানের দায়িত্বে ছিলেন। এ কথা জানিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী টুইটারে জানান, মাওবাদীদের ছাড়া হবে না। ওই এলাকায় মাওবাদী দমন অভিযান চলছে এবং তা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।

গোটা ঘটনা নিয়ে ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাঁরা মারা গিয়েছে, তাঁদের নিয়েও কথা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, গোটা ঘটনায় ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রীকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, “দান্তেওয়াড়ায় ছত্তীসগঢ় পুলিশের উপর হামলার তীব্র নিন্দা জানাই। হামলায় আমরা যে সাহসী কর্মীদের হারিয়েছি তাঁদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা।”

প্রসঙ্গত, মাওবাদীদের দমন করতে স্থানীয় আদিবাসীদের নিয়ে ডিআরজি বাহিনী তৈরি করে ছত্তীসগঢ় পুলিশ। গত কয়েক বছরে বস্তার ও দান্তেওয়াড়ায় একাধিক সফল অভিযান চালিয়েছে এই বিশেষ বাহিনী।

আরও পড়ুন: রাজধানী খার্তুম জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি! যুদ্ধবিধ্বস্ত সুদানের ভাইরাল ভিডিও

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

সাংবাদিক-অ্যাক্টিভিস্ট গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজেপি প্রার্থীকে হারালেন তিনি।

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...