Homeখবরদেশপানশালায় ছোট পোশাক পরে নাচা কোনও অপরাধ নয়, রায় দিল্লির আদালতের

পানশালায় ছোট পোশাক পরে নাচা কোনও অপরাধ নয়, রায় দিল্লির আদালতের

প্রকাশিত

পানশালায় ছোট পোশাক পরে নাচা কোনও অপরাধ নয়, স্পষ্ট জানিয়ে দিল দিল্লির তিসহাজারি আদালত। আদালত জানায়, যতক্ষণ না জনসাধারণ বিরক্তি প্রকাশ করছে বা সামাজিক ভাবাবেগে আঘাত লাগছে, ততক্ষণ কোনও মহিলার বিরুদ্ধে এমন অভিযোগ গ্রহণযোগ্য নয়। এই রায়ের সঙ্গে সঙ্গেই পানশালায় নাচগান করার অভিযোগে অভিযুক্ত সাত যুবতীকে বেকসুর খালাসের নির্দেশ দিয়েছেন বিচারক নীতু শর্মা।

কী ছিল অভিযোগ?

২০২৩ সালের মার্চ মাসে দিল্লির পাহাড়গঞ্জের এক পানশালায় নাচানাচির অভিযোগ ওঠে। পানশালার ম্যানেজার-সহ মোট সাত জন যুবতীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারায় মামলা দায়ের করা হয়। অভিযোগ ছিল, ওই যুবতীরা অশ্লীল পোশাক পরে পানশালায় নাচানাচি করেন এবং সমাজে ভুল বার্তা দিচ্ছেন। সেই সময় পুলিশের তরফে পানশালার সিসিটিভি ফুটেজও প্রমাণ হিসেবে জমা দেওয়া হয়।

আদালতের পর্যবেক্ষণ

মামলার শুনানিতে বিচারক নীতু শর্মা জানান, অভিযুক্ত যুবতীদের নাচ বা পোশাকে অশ্লীলতার কোনও প্রমাণ নেই। তিনি বলেন, “যুবতীরা শরীর অনাবৃত কোনও পোশাক পরেননি। তাঁদের নাচও অশ্লীল নয়। আর যে গানে তাঁরা নাচছিলেন, সেগুলোও সমাজে গ্রহণযোগ্য।”

আদালত আরও স্পষ্ট করে দেয়, পানশালায় নাচানাচি করা অপরাধ নয়। কোনও ‘পারফরম্যান্স’ তখনই প্রশ্নের মুখে পড়তে পারে, যখন তা প্রকাশ্যে হয় এবং সাধারণ মানুষের বিরক্তির কারণ হয়।

এই মামলার রায় সমাজে নারীদের পোশাক ও স্বাধীনতার বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...