Homeখবরদেশ'বিচ্ছিন্নতাবাদে উস্কানি', অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলার অনুমতি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

‘বিচ্ছিন্নতাবাদে উস্কানি’, অরুন্ধতী রায়ের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলার অনুমতি দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের

প্রকাশিত

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা লেখক-সমাজকর্মী অরুন্ধতী রায় ও জম্মু ও কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শেখ শওকত হুসেনের বিরুদ্ধে ইউএপিএ ধারা অনুযায়ী মামলা চালানোর অনুমোদন দিয়েছেন। এই অনুমোদন ২০১০ সালের একটি এফআইআর-এর ভিত্তিতে দেওয়া হয়েছে। অরুন্ধতী রায় ও শেখ শওকত  হুসেনের বিরুদ্ধে অভিযোগ, তারা ‘জনসমক্ষে বিচ্ছিন্নতাবাদে উস্কানি’ দিয়েছেন।

দিল্লি পুলিশ আগেই ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ, ১৫৩বি, ৫০৪, ৫০৫ ধারা এবং ইউএপিএ ধারা ১৩-এর অধীনে রায় ও হুসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন চেয়েছিল। গত বছর অক্টোবর মাসে লেফটেন্যান্ট গভর্নর শুধুমাত্র আইপিসি ধারায় অনুমোদন দেন। এবার তিনি ইউএপিএ ধারাতেও অনুমোদন দিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুযায়ী, রাজ নিবাসের এক অধিকারিক জানিয়েছেন, “দিল্লি লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা ইউএপিএ ধারা ৪৫ (১) এর অধীনে অরুন্ধতী রায় ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. শেখ শওকত হুসেনের বিরুদ্ধে মামলা চালানোর অনুমোদন দিয়েছেন।”

আরও পড়ুন। বিধানসভার উপনির্বাচনেও কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া, তিন কেন্দ্রে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

ওই অধিকারিক আরও জানান, “সম্মেলনে আলোচিত বিষয়গুলি কাশ্মীরকে ভারত থেকে আলাদা করার প্রচার করেছিল।”

২০১০ সালে সামাজিক কর্মী সুশীল পণ্ডিতের দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআরটি ফাইল করা হয়েছিল। অভিযোগে বলা হয়, অক্টোবর ২০১০-এ দিল্লির কপারনিকাস মার্গের এলটিজি অডিটোরিয়ামে “আজাদি – দ্য ওনলি ওয়ে” ব্যানারে আয়োজিত এক সম্মেলনে রায় ও হুসেন উত্তেজনাপূর্ণ বক্তব্য দেন।

অভিযোগকারী দাবি করেন, রায় ও হুসেন জোর দিয়ে বলেছিলেন, কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং এটি ভারতীয় সশস্ত্র বাহিনী দ্বারা জোরপূর্বক দখল করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের স্বাধীনতার জন্য সবরকম প্রচেষ্টা চালানো উচিত। অভিযোগকারী তাদের বক্তব্যের রেকর্ডিংও জমা দিয়েছেন। ওই সম্মেলনে হুরিয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানি, এসএআর গিলানি এবং ভারাভারা রাওও উপস্থিত ছিলেন। এসএআর গিলানি ওই সম্মেলনের সঞ্চালক ছিলেন এবং সংসদ হামলা মামলায় প্রধান অভিযুক্ত ছিলেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলো-ছায়ার কল্পলোক ও ‘গোড়ার কথা’, বিমল সামন্তের থিমে মাতাবে আহিরীটোলা যুবকবৃন্দের পুজো 

আহিরীটোলা যুবকবৃন্দে আলো-ছায়ার কল্পলোক, অবসরে শেকড়ে ফেরার ডাক—বিমল সামন্তের অনন্য থিমে দুর্গাপুজো সাজছে কলকাতা।

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

আরও পড়ুন

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।