Homeখবরদেশনিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

নিউ দিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা রেলের

প্রকাশিত

নিউ দিল্লি রেল স্টেশনে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করল ভারতীয় রেল। এছাড়া গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।

শনিবার দুপুর থেকেই প্রয়াগরাজের ট্রেনের জন্য নিউ দিল্লি স্টেশনে চাহিদা ছিল প্রচুর। একটি রিপোর্টে দাবি, রাতে চাহিদা এত বেড়ে গিয়েছিল যে, প্রতি ঘণ্টায় ১৫০০ করে জেনারেল টিকিট বিক্রি করা হচ্ছিল।

শনিবার রাত ৯টা নাগাদ নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন। অতিরিক্ত ভিড়ের কারণে ওভারব্রিজ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মের চলন্ত সিঁড়ির কাছে ধাক্কাধাক্কির জেরে অনেকে মাটিতে পড়ে যান। এর জেরেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় কয়েকজনের।

প্রথমে দুর্ঘটনার কথা স্বীকার না করা হলেও পরে এলএনজেপি হাসপাতালের তরফে নিশ্চিত করা হয় যে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে, পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮-তে।

সূত্রের খবর, দুর্ঘটনার সময় স্টেশনে আরপিএফের উপস্থিতি ছিল না। গুজব ছড়ায় যে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, ফলে যাত্রীরা একসঙ্গে ১৪ নম্বর প্ল্যাটফর্মে ভিড় জমাতে শুরু করেন। পরে ১৫ ও ১৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার ঘোষণার পর ফের ছুটোছুটি শুরু হয়, আর তখনই ঘটে বিপর্যয়।

রেলওয়ে পুলিশের ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা জানিয়েছেন, “প্রয়াগরাজ এক্সপ্রেস ১৪ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল, সেই সময় ভিড় ছিল তুঙ্গে। পাশাপাশি, স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস ও ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেসও দেরিতে চলছিল, ফলে ওই দুই ট্রেনের যাত্রীরাও ১২, ১৩ ও ১৪ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন।”

তাঁর মতে, প্রতি ঘণ্টায় কুম্ভগামী ট্রেনে ১৫০০-এর বেশি সাধারণ টিকিট বিক্রি হয়েছিল, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পদপিষ্টের ঘটনা ঘটে।

ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষ উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করার দাবি উঠেছে বিভিন্ন মহলে।

আরও পড়ুন: নিউ দিল্লি রেল স্টেশনে কুম্ভ পুণ্যার্থীদের ভিড়, হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১৮, কী ভাবে ঘটল দুর্ঘটনা?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

আরও পড়ুন

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।