Homeখবরদেশআবগারি দুর্নীতির অভিযোগ, পুলিশের জালে দিল্লির উপমুখ্যমন্ত্রী

আবগারি দুর্নীতির অভিযোগ, পুলিশের জালে দিল্লির উপমুখ্যমন্ত্রী

প্রকাশিত

নয়া দিল্লি : দীর্ঘদিন ধরেই আবগারি দুর্নীতি নিয়ে তদন্ত চালাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই ঘটনায় আজ অর্থাৎ রবিবার গ্রেফতার করা হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এদিন তাঁর বাড়িতে এবং দফতরে হানা দিয়েছিল সিবিআই। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে।

যদিও উপমুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন গ্রেফতার হওয়ার জন্য তৈরি তিনি। এমনকি সাত আট মাস জেলে থাকার জন্যও প্রস্তুত বলেই দাবি করেছিলেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘যদি আমাকে কয়েক মাসের জন্য জেলে থাকতে হয় তো আমি থাকবো। আমার এসব এ কিছুই যায় আসে না। কারণ আমি ভগৎ সিং এর ভক্ত। দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি’।

রবিবার সকাল নাগাদ সিসোদিয়ার বাড়ি পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেরা করা হয় উপমুখ্যমন্ত্রীকে। ব্যবস্থা করা হয়েছিল অতিরিক্ত নিরাপত্তার। কিন্তু এত কিছুর পরেও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভে নামেন আপ নেতা কর্মীরা। ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজন আপ নেতাকর্মীকে।

উল্লেখ্য, বিগত বছরের অগাস্ট মাসে আবগারি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে ছিল সিসোদিয়া সহ মোট ১৪ জনের। তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়েছিল অভিযোগ। আর সেই থেকেই তদন্ত শুরু করেছিলেন সিবিআই আধিকারিকরা। গত রবিবার তলব করা হয়েছিল তাঁকে। তবে বাজেট প্রস্তুতির অজুহাত দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। ফের আজ তাঁকে তলব করা হয়েছিল। টানা ৯ ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর আটক করা হল দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে।

আরও পড়ুন : জল্পনার অবসান, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না সোনিয়া

আরও পড়ুন: বকেয়া ডিএ-র দাবিতে মঙ্গলবার ফের কর্মবিরতির ডাক

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।