Homeখবরদেশজল্পনার অবসান, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না সোনিয়া

জল্পনার অবসান, রাজনীতি থেকে অবসর নিচ্ছেন না সোনিয়া

প্রকাশিত

নয়া দিল্লি: অবশেষে জল্পনার অবসান। এখনই সক্রিয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন না কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী। রবিবার এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেস নেত্রী অলকা লম্বা। প্লেনারি অধিবেশনে তিনি স্পষ্ট জানিয়ে দেন ,’সোনিয়া গান্ধী জানিয়েছেন এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন না। আমাদের অভিভাবকের ভূমিকায় থেকে যাবেন তিনি’।

রাজনীতি থেকে হয়তো এবার সরে দাঁড়াচ্ছেন সোনিয়া। বিগত কয়েকদিন ধরে এই জল্পনাই উঠেছিল রাজনৈতিক মহলে। সেই জল্পনাকে আরও এক ধাপ নিজেই এগিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছিলেন, ‘ খাড়গেজির নেতৃত্বে দলের নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে। আমার ২৫ বছরের সভাপতির দায়িত্ব পালনের শেষ হওয়া উচিত। আমি এটা ভেবে ভীষণ খুশি হচ্ছি যে আমার দায়িত্বটা শেষ হচ্ছে ভারত জোড়া যাত্রায় অংশ নেওয়ার পর’।

সোনিয়া গান্ধীর এই কথাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উঠেছিল নানান রকম জল্পনা। অনেকেই প্রশ্ন তোলেন, দল পরিচালনা করতে গিয়ে ফের কি কোন বড় সংকটের মুখে পড়লেন সোনিয়া গান্ধী? আগামী লোকসভা নির্বাচনে কি তাহলে তিনি প্রার্থী হচ্ছেন না? এবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস নেত্রী অলকা লম্বা। এদিন অধিবেশন থেকে কংগ্রেস নেত্রী দাবি করেন, ‘সোনিয়া গান্ধীর মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজনীতি থেকে তিনি আপাতত অবসর নিচ্ছেন না’।

উল্লেখ্য, মাঝেমধ্যেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আর সে কারণেই বর্তমানে বেশিরভাগ সময়টা ঘরবন্দী থাকেন তিনি। দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়া কংগ্রেসের কর্মসূচিতে অনুপস্থিতি থাকতে দেখা যায় তাঁকে। যদিও ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেছিলেন তিনি । হেঁটে ছিলেন ছেলে রাহুলের পাশে।

আরও পড়ুন: পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়ল চিনে তৈরি আরেকটি ড্রোন, গুলি করে নামল বিএসএফ

আরও পড়ুন: ফের বাতিল একগুচ্ছ দূর পাল্লার ট্রেন, সমস্যায় নিত্যযাত্রীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

সঙ্গী বেছে নেওয়ার অধিকার ব্যক্তি স্বাধীনতা, পরিবার বা সম্প্রদায় কেউই বাধা দিতে পারে না, বলল দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের স্পষ্ট বার্তা— প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্পর্কে পরিবার বা সমাজের হস্তক্ষেপ আইনত অবৈধ। সঙ্গী বেছে নেওয়া ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকার।

দিল্লির বাতাস মানে সাতটি সিগারেট প্রতিদিন! সাবেক এমস অধিকর্তা ড. রণদীপ গুলেরিয়ার সতর্কবার্তা

খবর অনলাইন ডেস্ক: দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স, AQI) আবার ‘অতিমাত্রায় বিপজ্জনক’...