নয়া দিল্লি: অবশেষে জল্পনার অবসান। এখনই সক্রিয় রাজনীতি থেকে সরে যাচ্ছেন না কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সোনিয়া গান্ধী। রবিবার এমনটাই জানিয়ে দিলেন কংগ্রেস নেত্রী অলকা লম্বা। প্লেনারি অধিবেশনে তিনি স্পষ্ট জানিয়ে দেন ,’সোনিয়া গান্ধী জানিয়েছেন এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন না। আমাদের অভিভাবকের ভূমিকায় থেকে যাবেন তিনি’।
রাজনীতি থেকে হয়তো এবার সরে দাঁড়াচ্ছেন সোনিয়া। বিগত কয়েকদিন ধরে এই জল্পনাই উঠেছিল রাজনৈতিক মহলে। সেই জল্পনাকে আরও এক ধাপ নিজেই এগিয়ে দিয়েছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তিনি বলেছিলেন, ‘ খাড়গেজির নেতৃত্বে দলের নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে। আমার ২৫ বছরের সভাপতির দায়িত্ব পালনের শেষ হওয়া উচিত। আমি এটা ভেবে ভীষণ খুশি হচ্ছি যে আমার দায়িত্বটা শেষ হচ্ছে ভারত জোড়া যাত্রায় অংশ নেওয়ার পর’।
সোনিয়া গান্ধীর এই কথাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উঠেছিল নানান রকম জল্পনা। অনেকেই প্রশ্ন তোলেন, দল পরিচালনা করতে গিয়ে ফের কি কোন বড় সংকটের মুখে পড়লেন সোনিয়া গান্ধী? আগামী লোকসভা নির্বাচনে কি তাহলে তিনি প্রার্থী হচ্ছেন না? এবার এই সমস্ত প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেস নেত্রী অলকা লম্বা। এদিন অধিবেশন থেকে কংগ্রেস নেত্রী দাবি করেন, ‘সোনিয়া গান্ধীর মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। রাজনীতি থেকে তিনি আপাতত অবসর নিচ্ছেন না’।
উল্লেখ্য, মাঝেমধ্যেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। আর সে কারণেই বর্তমানে বেশিরভাগ সময়টা ঘরবন্দী থাকেন তিনি। দলের গুরুত্বপূর্ণ বৈঠক ছাড়া কংগ্রেসের কর্মসূচিতে অনুপস্থিতি থাকতে দেখা যায় তাঁকে। যদিও ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণ করেছিলেন তিনি । হেঁটে ছিলেন ছেলে রাহুলের পাশে।
আরও পড়ুন: পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়ল চিনে তৈরি আরেকটি ড্রোন, গুলি করে নামল বিএসএফ
আরও পড়ুন: ফের বাতিল একগুচ্ছ দূর পাল্লার ট্রেন, সমস্যায় নিত্যযাত্রীরা