Homeখবরদেশএকনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, 'আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই'

একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস? অজিত পওয়ারের দাবি, ‘আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই’

প্রকাশিত

মহারাষ্ট্রের বিজেপি-শিব সেনা সরকারে যোগ দিয়েছেন এনসিপি নেতা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার (Ajit Pawar)। দলে চওড়া ফাটল ধরিয়ে রবিবার দুপুরেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এখন তাঁর দাবি, “আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চাই”।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারে যোগ দেওয়ার পরে, অবশেষে অজিত পওয়ার নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে চান যাতে রাজ্যের মানুষের কল্যাণের জন্য যে পরিকল্পনাগুলি করেছেন তা বাস্তবায়ন করতে পারেন। একই সঙ্গে কাকা শরদ পওয়ারের কথাও উল্লেখ করেন অজিত। বলেন, “শরদ পওয়ার আমাদের জন্য একজন দেবতা, আমরা তাঁর আশীর্বাদ চাই”।

এর আগেও মহারাষ্ট্রের এনডিএ সরকারে অংশ নিয়েছিলেন অজিত। উল্লেখযোগ্য ভাবে, ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপির জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে অজিত পওয়ার বলেন, বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় এসেছিল শুধুমাত্র নরেন্দ্র মোদীর ক্যারিশমার জন্য।

শহরতলির বান্দ্রায় নিজের সমর্থক বিধায়কদের নিয়ে ডাকা বৈঠকে অজিত আরও বলেন, “২০০৪ সালের বিধানসভা নির্বাচনে, কংগ্রেসের চেয়ে এনসিপির বেশি বিধায়ক ছিল। যদি আমরা সেই সময়ে কংগ্রেসকে মুখ্যমন্ত্রীর পদ না দিতাম, তবে আজ পর্যন্ত মহারাষ্ট্রে শুধুমাত্র এনসিপি মুখ্যমন্ত্রীই থাকতেন”।

এর পর নিজেকে এনসিপি প্রধান হিসেবে ঘোষণা করেন অজিত পওয়ার। স্বঘোষিত এনসিপি প্রেসিডেন্ট অজিত পওয়ার কাকা শরদ পওয়ারকে এই পদ থেকে সরিয়ে দিলেন বলেই ধরে নেওয়া হচ্ছে। অজিত-গোষ্ঠীর নেতা ছগন ভুজবল দাবি করেছেন, তাঁদের সঙ্গে ৪০ জনের বেশি বিধায়কের সমর্থন রয়েছে।

২০১৯ সালে বিধানসভা ভোটের পরও দলীয় সিদ্ধান্তের বিপরীতে গিয়ে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন অজিত পওয়ার। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথও নিয়েছিলেন তিনি। কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগও করেন। ফের তিনি উপমুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, এমন পরিস্থিতিতে অজিত পওয়ারের মুখ্যমন্ত্রী হওয়ার বাসনা একনাথ শিন্ডের ঘাড়ে নিঃশ্বাস ফেলার মতোই।

আরও পড়ুন: এক দফাতেই পঞ্চায়েত ভোট, অধীরের আবেদনে স্পষ্ট জানাল হাইকোর্ট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।