মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার তদন্ত জারি থাকলেও, সরকার এই পরীক্ষা বাতিল করতে রাজি নয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাটি সীমিত সংখ্যক ছাত্রছাত্রীর উপর প্রভাব পড়েছে এবং পরীক্ষাটি বাতিল করলে লক্ষ লক্ষ সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। তিনি আরও বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টে শুনানি চলছে এবং কোর্টের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
এনইইটি-ইউজি পরীক্ষায় ৬৭ জন ছাত্রছাত্রী সর্বোচ্চ ৭২০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় পরীক্ষার সংস্থা (NTA) জানিয়েছে, ভুল প্রশ্ন এবং প্রশ্নপত্র পাওয়ার ক্ষেত্রে দেরির কারণে কিছু ছাত্রছাত্রীকে গ্রেস মার্কস দেওয়া হয়েছে।
২৪ লাখের বেশি ছাত্রছাত্রী এনইইটি-ইউজি ২০২৪ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা NTA দ্বারা ৫ মে অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল জুনের ৪ তারিখে নির্ধারিত সময়ের আগেই প্রকাশিত হয়। কিন্তু প্রশ্নপত্র ফাঁস এবং ১৫০০ এর বেশি ছাত্রছাত্রীকে গ্রেস মার্কস দেওয়ার অভিযোগে বিতর্ক শুরু হয়। এই নিয়ে বিভিন্ন আদালতে মামলা দায়ের হয়েছে, বিশেষ করে সুপ্রিম কোর্ট এনটিএ-র কার্যকলাপের সমালোচনা করেছে।
পরীক্ষায় বেনিয়ম রুখতে কড়া আইন কেন্দ্রের, এই ১৫টি জালিয়াতির জন্য কঠোর শাস্তি
মন্ত্রীর মতে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা স্থানীয়ভাবে ঘটেছে এবং শুধুমাত্র বিহারের কিছু ছাত্রছাত্রী এতে উপকৃত হয়েছে। এক ছাত্রসহ আরও তিনজন অভিযুক্তকে বিহারে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ধর্মেন্দ্র প্রধান বলেছেন, NTA-র কার্যকলাপের বিষয়ে একটি উচ্চ-স্তরের কমিটি গঠন করা হবে, তবে পরীক্ষাটি বাতিলের প্রয়োজন নেই। তিনি বলেন, “যারা সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের ক্যারিয়ার আটকানো অন্যায় হবে।”
তিনি বিরোধী দলগুলিকে অনুরোধ করেছেন এই বিষয়টি রাজনৈতিক রং না দিতে এবং যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এবার বাতিল সিএসআইআর ইউজিসি নেট, ফের কবে পরীক্ষা জানতে নজর রাখবেন কোথায়?