Homeখবরদেশধনখড় সরকারের মুখপাত্র, অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে দাবি কংগ্রেসের

ধনখড় সরকারের মুখপাত্র, অনাস্থা প্রস্তাব প্রসঙ্গে দাবি কংগ্রেসের

প্রকাশিত

বুধবার ইন্ডিয়া ব্লকের নেতারা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পদক্ষেপকে গণতন্ত্র রক্ষার প্রয়াস হিসেবে ব্যাখ্যা করেছেন। তাঁদের অভিযোগ, ধনখড় রাজ্যসভার “সবচেয়ে বড় ব্যাঘাত সৃষ্টিকারী” এবং তাঁর আচরণ দেশের গৌরব ক্ষুণ্ণ করেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে “সরকারের মুখপাত্র” বলেও অভিহিত করেন।

এক সাংবাদিক সম্মেলনে খাড়গে বলেন, “জগদীপ ধনখড়ের কার্যকলাপ ভারতের মর্যাদায় আঘাত করেছে। এটি কোনও ব্যক্তিগত লড়াই নয়।” তিনি আরও অভিযোগ করেন যে, রাজ্যসভায় সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী ধনখড় নিজেই। এ প্রসঙ্গে তিনি চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিষয়টি উল্লেখ করেন।

ইন্ডিয়া ব্লকের তরফে রাজ্যসভায় উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অপসারণের দাবিতে একটি নোটিস জমা দেওয়া হয়েছে। খাড়গে বলেন, ১৯৫২ সাল থেকে এ ধরনের পদে থাকা ব্যক্তিরা নিরপেক্ষ থেকেছেন এবং সবসময় নিয়ম অনুযায়ী সভা পরিচালনা করেছেন। কিন্তু ধনখড়ের আচরণ এই ঐতিহ্য থেকে বিচ্যুত হয়েছে।

প্রসঙ্গত, এই প্রথম বার রাজ্যসভায় কোনো উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য নোটিস দেওয়া হল। নিয়ম অনুযায়ী, প্রস্তাব গ্রহণের আগে ১৪ দিনের নোটিস দিতে হবে এবং ডেপুটি চেয়ারম্যানের অনুমোদনের পর এটি আলোচনার জন্য উঠতে পারে।

রাজ্যসভায় বর্তমানে বিজেপি ও তার সহযোগী দলের ১২১ জন সদস্য রয়েছেন, যেখানে বিরোধী দলের সংখ্যা ৮৬। নিরপেক্ষ দলের মধ্যে ওয়াইএসআরসিপি, বিজেডি, এআইএডিএমকে, বিএআরএস এবং বিএসপির মোট ২৪ জন সদস্য রয়েছেন। বিজেডি নেতা শশ্মিত পাত্র জানান, তাঁদের দল এনডিএ এবং ইন্ডিয়া ব্লক উভয়ের থেকেই সমদূরত্ব বজায় রাখে এবং এই প্রস্তাবের সঙ্গে তাঁরা যুক্ত নন।

উল্লেখযোগ্যভাবে, এর আগে লোকসভার স্পিকারের বিরুদ্ধে তিনটি অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল— ১৯৫৪ সালে জিভি মাভালাঙ্কর, ১৯৬৬ সালে হুকুম সিং এবং ১৯৮৭ সালে বলরাম জাখরের বিরুদ্ধে। মাভালাঙ্কর এবং জাখরের বিরুদ্ধে প্রস্তাব খারিজ হয় এবং হুকুম সিংয়ের প্রস্তাব গ্রহণের জন্য প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমর্থন মেলেনি।

ধনখড়ের বিরুদ্ধে এই পদক্ষেপটি কংগ্রেসের নেতৃত্বে গৃহীত হয়েছে এবং এটি বিরোধী শিবিরের সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের সাম্প্রতিক উত্তপ্ত বিতর্কের প্রেক্ষিতে এসেছে। বিরোধী পক্ষের অভিযোগ, একাধিক বিষয়ে চেয়ারম্যান পক্ষপাতিত্ব করেছেন।

আরও পড়ুন: ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, পক্ষপাতিত্বের অভিযোগে একজোট ‘ইন্ডিয়া’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...