Homeখবরদেশরান্নার গ্যাসের দাম ফের বাড়ল, আপনাকে কত দিতে হবে

রান্নার গ্যাসের দাম ফের বাড়ল, আপনাকে কত দিতে হবে

প্রকাশিত

নয়াদিল্লি: বাণিজ্যিক এবং ঘরোয়া, উভয় ধরনের রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG) দাম বুধবার (১ মার্চ) থেকে আরও বেড়ে গেল। ভরতুকিহীন ঘরোয়া সিলিন্ডার পিছু ৫০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে এ দিন। অন্য দিকে, বাণিজ্যিক সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৩৫০ টাকা।

কোথায় কত হল?

নতুন দাম অনুযায়ী, দিল্লিতে এখন ১৪.২ কেজির ভরতুকিহীন সিলিন্ডারের দাম হল ১১০৩ টাকা, যা ছিল ১০৫৩ টাকা। কলকাতায় দাম হল ১১২৯ টাকা, যা ছিল ১০৭৯ টাকা। মুম্বইয়ে যেখানে ছিল ১০৫২.৫০ টাকা, সেটা হল ১১.২.৫০ টাকা। চেন্নাইতে ১০৬৮.৫০ টাকা থেকে হল ১১১৮.৫০ টাকা।

নতুন দর আজ থেকে কার্যকর। এর আগে গত ১ জানুয়ারি সিলিন্ডার প্রতি দাম বেড়েছিল ২৫ টাকা।

এ ছাড়াও, একটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৩৫০.৫০ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম হবে ২১১৯.৫০ টাকা। কলকাতা, মুম্বই এবং চেন্নাইয়ে দাম যথাক্রমে ২২২১.৫০ টাকা, ২০৭১.৫০ টাকা এবং ২২৬৮ টাকা।

বিভিন্ন রাজ্যের স্থানীয় করের কারণে ঘরোয়া রান্নার গ্যাসের দাম এক রাজ্য থেকে অন্য রাজ্যে পরিবর্তিত হয়। খুচরো জ্বালানি সরবরাহকারী সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে।

প্রতিটি পরিবার এক বছরে ভর্তুকিযুক্ত হারে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডার পাওয়ার অধিকারী৷ এর বাইরে প্রয়োজন হলে গ্রাহকদের বাজার মূল্যে এলপিজি সিলিন্ডারের কিনতে হয়।

আরও পড়ুন: ১৯০১ সালের পর থেকে উষ্ণতম ফেব্রুয়ারি, আগামী ৩ মাস স্বাভাবিকের চেয়ে বেশি গরমের পূর্বাভাস

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?