Homeখবরদেশ'আমাকে মোদীজি বলবেন না, আমি শুধুই মোদী', সংসদীয় দলের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রীর

‘আমাকে মোদীজি বলবেন না, আমি শুধুই মোদী’, সংসদীয় দলের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রীর

প্রকাশিত

নয়াদিল্লি: বৃহস্পতিবার বিজেপি সংসদীয় দলের সভায় বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয় শুধু কারও একার জয় নয়, দলের সমস্ত কর্মীদেরই বিজয়।

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনের কাজ শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মোদী জোরের সঙ্গে বলেন, এটা শুধু দিল্লির নেতাদের জয় নয়, যে কর্মীরা নিজেদের এলাকায় দল এবং জনগণের সেবা করার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদেরই জয়।

সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা যেন তাঁকে ‘মোদীজি’ না বলে শুধু মোদী বলে সম্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাঁকে শুধুমাত্র মোদী নামেই চেনে। তাই তাঁর নামের সঙ্গে ‘আদরণীয়’, ‘শ্রী’ এবং ‘জি’-র মতো আনুষ্ঠানিক উপাধি যোগ করে তাদের সঙ্গে দূরত্ব তৈরি করার দরকার নেই।

প্রসঙ্গত, এই বৈঠকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মোদীকে অভ্যর্থনা জানানো হয়। দলের জাতীয় সভাপতি, জেপি নড্ডা তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান এবং অভিনন্দন জানান। কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা স্লোগান ও করতালির মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান।

সাংসদদের উদ্দেশে কেন্দ্রীয় সরকারের ‘বিশ্বকর্মা যোজনা’-এর উপর ফোকাস করার এবং তা জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁর নির্দেশ, ‘সংকল্প যাত্রা’ সফল করতে সব সংসদ সদস্যকে নিজের নিজের এলাকায় কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং নিজেও মাঠে নামতে হবে।

আরও পড়ুন: মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

ডিজিটাল অ্যারেস্ট! প্রতারণার নয়া ফাঁদে ৫৯ লক্ষ টাকা খোয়ালেন চিকিৎসক

প্রতারণার নয়া ফাঁদে পড়ে ৫৯ লক্ষ খোয়ালেন নয়ডার এক মহিলা চিকিৎসক। প্রতারকরা তাঁকে বলেছিল,...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?