Homeখবরদেশ'আমাকে মোদীজি বলবেন না, আমি শুধুই মোদী', সংসদীয় দলের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রীর

‘আমাকে মোদীজি বলবেন না, আমি শুধুই মোদী’, সংসদীয় দলের বৈঠকে মন্তব্য প্রধানমন্ত্রীর

প্রকাশিত

নয়াদিল্লি: বৃহস্পতিবার বিজেপি সংসদীয় দলের সভায় বক্তৃতা করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যাপক জয় শুধু কারও একার জয় নয়, দলের সমস্ত কর্মীদেরই বিজয়।

সংসদের শীতকালীন অধিবেশনের চতুর্থ দিনের কাজ শুরুর আগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মোদী জোরের সঙ্গে বলেন, এটা শুধু দিল্লির নেতাদের জয় নয়, যে কর্মীরা নিজেদের এলাকায় দল এবং জনগণের সেবা করার জন্য তাঁদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদেরই জয়।

সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা যেন তাঁকে ‘মোদীজি’ না বলে শুধু মোদী বলে সম্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাঁকে শুধুমাত্র মোদী নামেই চেনে। তাই তাঁর নামের সঙ্গে ‘আদরণীয়’, ‘শ্রী’ এবং ‘জি’-র মতো আনুষ্ঠানিক উপাধি যোগ করে তাদের সঙ্গে দূরত্ব তৈরি করার দরকার নেই।

প্রসঙ্গত, এই বৈঠকে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মোদীকে অভ্যর্থনা জানানো হয়। দলের জাতীয় সভাপতি, জেপি নড্ডা তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান এবং অভিনন্দন জানান। কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা স্লোগান ও করতালির মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানান।

সাংসদদের উদ্দেশে কেন্দ্রীয় সরকারের ‘বিশ্বকর্মা যোজনা’-এর উপর ফোকাস করার এবং তা জনগণের কাছে পৌঁছানো নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁর নির্দেশ, ‘সংকল্প যাত্রা’ সফল করতে সব সংসদ সদস্যকে নিজের নিজের এলাকায় কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং নিজেও মাঠে নামতে হবে।

আরও পড়ুন: মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

সাম্প্রতিকতম

ফোনে ট্রাম্প-পুতিন আলোচনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের বিরতিতে সম্মতি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৩০ দিনের সীমিত যুদ্ধবিরতিতে সম্মত হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন। আলোচনায় ব্ল্যাক সি নৌবাহিনী অপারেশন এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়ে দৃষ্টিপাত করা হয়েছে।

স্বপ্নপূরণ শেষে ঘরে ফেরা, ৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা

৯ মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গীরা। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে চড়ে সফল অবতরণ করলেন তাঁরা।

ভারতের চাকরির বাজারে এআই-এর প্রভাব! লক্ষাধিক হোয়াইট-কলার কর্মসংস্থান সংকটে?

ভারতের চাকরির বাজারে এআই বিপ্লব! আইটি ও বিপিও খাতে লক্ষাধিক কর্মসংস্থান হারানোর আশঙ্কা প্রকাশ করলেন Atomberg-এর প্রতিষ্ঠাতা অরিন্দম পাল। কী বলছেন বিশেষজ্ঞরা?

অ্যান্ড্রয়েড ১১-এ বন্ধ হচ্ছে YONO SBI! পুরনো ফোনে কাজ করবে না এসবিআই অ্যাপ

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ঘোষণা করেছে যে, অ্যান্ড্রয়েড ১১ এবং তার আগের ভার্সনে YONO SBI অ্যাপের সাপোর্ট বন্ধ করা হবে। ব্যবহারকারীদের সুরক্ষা ও কর্মক্ষমতা বাড়াতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন

অমৃতসরের একটি মন্দিরে গ্রেনেড হামলা, পাকিস্তানি যোগের আশঙ্কা পুলিশের

পঞ্জাবের অমৃতসর জেলার খান্ডওয়ালায় ঠাকুরদ্বারা মন্দিরে গ্রেনেড হামলা হয় শনিবার মাঝরাতে। মোটরসাইকেল আরোহী দুই...

বিবাহ বিচ্ছেদের মামলায় ব্যতিক্রমী রায় সুপ্রিম কোর্টে, স্ট্যাম্প ডিউটি ছাড়াই ফ্ল্যাট পেলেন স্ত্রী

সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক মামলায় এক ব্যক্তি বিনা খোরপোশে বিবাহ বিচ্ছেদ পেলেও স্ত্রীকে মুম্বইয়ের...

জম্মু ও কাশ্মীরে সক্রিয় মাত্র ৫৯ জন পাকিস্তানি এবং ১৭ জন স্থানীয় সন্ত্রাসবাদী, জানাল সরকারি সূত্র

জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক সময়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় সরকারের নানা...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে