Homeখবরদেশঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের নোটিশ, দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল...

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের নোটিশ, দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল ইডি

প্রকাশিত

মাত্র দিনকয়েকের ব্যবধান। আবারও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি-র নোটিশ। দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠাল কেন্দ্রীয় এজেন্সি।

এর আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তাঁর সরকারি বাসভবনে প্রায় আট ঘণ্টা জেরা করা হয়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র কার্যকরী সভাপতি সোরেন দাবি করেছিলেন যে এটি তাঁর বিরুদ্ধে একটি ষড়যন্ত্র।

মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার সময় প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করায় পুরো এলাকা দুর্গে পরিণত হয়েছিল। এর আগে, ইডি সাতবার তলব করার পরে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার সামনে হাজির হননি। ইডি তাঁকে অষ্টমবারের জন্য সমন জারি করলে অবশেষে তিনি সম্মতি দেন।

প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় বারবার সমন এড়িয়ে যাওয়ার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ইডি গ্রেফতার করতে পারে বলে শুরু হয় জল্পনা। গত ২০ জানুয়ারিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। একাধিক সমন এড়িয়ে যাওয়ার পর ইডি আধিকারিকরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সূত্রের খবর। 

ইডি সূত্রে খবর, জমি কেলেঙ্কারি সংক্রান্ত অর্থ পাচারের মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি জিজ্ঞাসাবাদের আগে, শনিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়। ইডি আধিকারিক আসার আগেই ইডি অফিস এবং মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে ব্যারিকেড লাগানো হয়।

আরও পড়ুন: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনে ইডি, অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদ

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?