নয়াদিল্লি: আচমকা বদলে গেল রাজস্থান বিধানসভা নির্বাচনের তারিখ। নির্বাচন কমিশন সোমবার (৯ অক্টোবর, ২০২৩) ঘোষণা করেছিল, রাজস্থানে ভোট হবে ২৩ নভেম্বর। দু’দিন পরে সেই তারিখই পরিবর্তন করল কমিশন।
রাজস্থান বিধানসভা নির্বাচন কবে?
রাজস্থানে বিধানসভা নির্বাচনের তারিখ পরিবর্তন করে এ দিন নির্বাচন কমিশন জানিয়েছে, এর আগে ২৩ নভেম্বর রাজস্থানে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ২৩ তারিখের পরিবর্তে ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে রাজস্থানে। তবে ভোটগণনা আগের ঘোষণা মতোই হবে ৩ ডিসেম্বরেই। নির্বাচন কমিশনকে ভোটের তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন চিঠি দিয়েছে। যে কারণে এই পরিবর্তন।
নির্বাচনের তারিখ বদলানো হলো কেন?
২৩ নভেম্বর প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান রয়েছে রাজস্থানে। যে কারণে, ভোটঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটের দিনবদলের আবেদন জানিয়েছিল রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন। সেই আবেদনে মান্যতা দিয়েই রাজস্থানে বিধানসভা নির্বাচনের তারিখ পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, ওই দিন প্রচুর সংখ্যক বিয়ে থাকায় ভোটের জন্য নিরাপত্তা বাহিনী এবং ভোটকর্মীদের রাখার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সব দিক বিবেচনা করেই কমিশন দিন বদল করেছে।
রাজস্থান বিধানসভা নির্বাচনের নয়া নির্ঘণ্ট
রাজস্থানের বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর (সোমবার)। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর। পরের দিন অর্থাৎ ৭ নভেম্বর মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর। তার পর ২৫ নভেম্বর ভোটগ্রহণ হবে। ২৩ নভেম্বর বিকেল ৪টেয় শেষ হবে প্রচার পর্ব।
আরও পড়ুন: ৫ রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন, জানুন কোথায় কবে