Homeখবরদেশদিল্লি ঢুকতে বাধা, এ বার একই দাবিদাওয়া নিয়ে বন্‌ধের ডাক দিলেন কৃষকরা,...

দিল্লি ঢুকতে বাধা, এ বার একই দাবিদাওয়া নিয়ে বন্‌ধের ডাক দিলেন কৃষকরা, ব্যাহত হতে পারে সড়ক ও রেল পরিষেবা

প্রকাশিত

৩০ ডিসেম্বর পঞ্জাব বন্‌ধের ডাক দিলেন কৃষকরা। কিসান মজদুর সংঘর্ষ কমিটির নেতা সর্ভান সিং পান্ধের জানিয়েছেন, ওই দিন সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই বন্‌ধ চলবে। এই বন্‌ধে পঞ্জাবের বিভিন্ন সংগঠন ও ইউনিয়ন সমর্থন জানিয়েছে।

পান্ধের বলেছেন, বন্‌ধ চলাকালীন সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। পাশাপাশি, রেল পরিষেবা এবং সড়ক যোগাযোগও ব্যাহত হতে পারে। তবে জরুরি পরিষেবা চালু থাকবে।

বন্‌ধে ব্যবসায়ী, পরিবহনকর্মী, কর্মচারী ইউনিয়ন, টোল প্লাজা কর্মী, শ্রমিক, প্রাক্তন সেনাকর্মী, প্রধান এবং শিক্ষকদের ইউনিয়ন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষও সমর্থন জানিয়েছেন। এই বন্‌ধ কৃষকদের দাবি আদায়ে কেন্দ্রকে চাপ দেওয়ার একটি পদক্ষেপ বলে উল্লেখ করেছেন কৃষক নেতারা।

কৃষকরা জানান, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নিয়ে আইনগত নিশ্চয়তা, ঋণ মকুব, কৃষক ও কৃষিশ্রমিকদের জন্য পেনশন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করা, পুলিশের মামলা প্রত্যাহার এবং ২০২১ সালের লাখিমপুর খেরি সহিংসতার শিকারদের জন্য ন্যায়বিচার—এই দাবিগুলিকে সামনে রেখেই বন্‌ধের আয়োজন করা হয়েছে।

সংযুক্ত কিসান মোর্চা (অরাজনৈতিক) এবং কিসান মজদুর মোর্চা এই বন্‌ধের ডাক দিয়েছে। এই সংগঠনগুলি ১৩ ফেব্রুয়ারি থেকে শম্ভু এবং খনাউরি সীমান্তে প্রতিবাদে বসে রয়েছে। এর আগে, দিল্লিতে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়।

এমএসপি-র আইনি নিশ্চয়তার মতো দাবিগুলি পূরণের জন্য কৃষক নেতা জগজিত সিং ডাল্লেওয়াল গত ২৬ নভেম্বর থেকে অনশন করছেন। কৃষকদের মতে, বন্‌ধের মাধ্যমে তাঁদের দাবি মেনে নিতে বাধ্য করা হবে কেন্দ্রকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...