Homeখবরদেশ‘দিল্লি চলো’ অভিযানে কৃষকেরা, ঠেকাতে যাবতীয় পদক্ষেপ পুলিশের

‘দিল্লি চলো’ অভিযানে কৃষকেরা, ঠেকাতে যাবতীয় পদক্ষেপ পুলিশের

প্রকাশিত

নয়াদিল্লি: কৃষকদের মিছিলকে সামনে রেখে মধ্য দিল্লিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর সীমানা ছাড়াও দিল্লির অভ্যন্তরে কিছু জায়গায় নিরাপত্তা বাড়িয়েছে দিল্লি পুলিশ। বিভিন্ন রুট পরিবর্তনের কথা ইতিমধ্যেই জনসাধারণের দৃষ্টিগোচরে এনেছে প্রশাসন।

কৃষকদের দু’টি বড় সংগঠন সংযুক্ত কিসান মোর্চা এবং কিসান মজদুর মোর্চা গত ডিসেম্বরেই দাবি আদায়ে ‘দিল্লি চলো’ অভিযানের ডাক দেয়। তবে ২০২০ সালের আন্দোলনের নেতৃত্বে থাকা দুই কৃষকনেতা রাকেশ টিকায়েত এবং গুরনাম সিংহ চারুনি এ দিনের প্রতিবাদ কর্মসূচিতে নেই।

সোমবার থেকেই রাজ্য জুড়ে জারি হয়েছে ১৪৪ ধারা। একমাসের জন্য ১৪৪ ধারা জারি থাকবে। যে কোনও বড় জমায়েতে থাকবে নিষেধাজ্ঞা। দিল্লিতে প্রবেশ করা যাবে ট্রাক্টর নিয়ে। ১৪৪ ধার লঙ্ঘনে গ্রেফতার করা হবে।

সোমবার গভীর রাত পর্যন্ত চলে কেন্দ্রীয় মন্ত্রী ও কৃষক নেতাদের মধ্যে বৈঠক হয়। সরকার আন্দোলনে অনড় কৃষকদের বোঝানোর সর্বাত্মক চেষ্টা করলেও পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠক ফলপ্রসূ হয়নি। কৃষকরা আন্দোলন থেকে পিছু হটতে নারাজ। মিছিলে বিভিন্ন রাজ্যের কৃষকেরা থাকলেও নেতৃত্বে থাকবেন পঞ্জাবের  সাঙরুর কৃষকেরা। মিছিলে থাকবে প্রায় আড়াই হাজার ট্রাক্টর। আন্দোলন ঠেকাতে তৎপর পুলিশ।

জানা গিয়েছে, সমস্ত রকম চাষের জন্য নূন্যতম সহায়ক মূল্য দেওয়ার আইন, কৃষক ঋণ মকুব করার পাশাপাশি স্বামীনাথন কমিশনের সমস্ত সুপারিশ কার্যকর করতে হবে- মূলত এই তিন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন কৃষকরা। 

আরও পড়ুন: রাজ্যসভার ৫ আসনে ভোট, এক নজরে তৃণমূল ও বিজেপি-র প্রার্থীতালিকা

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?