কলকাতা: পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পাঁচ আসনে ভোট হবে আগামী ২৭ ফেব্রুয়ারি। রবিবার এক দিকে যেমন তৃণমূল তাদের চার প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে, অন্য় দিকে এক প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি-ও।
আগামী ২ এপ্রিল এ রাজ্য থেকে মনোনীত পাঁচ সাংসদের ৬ বছরের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে ভোট হচ্ছে ওই আসনগুলিতে। অংক বলছে, এ বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। একটি আসনে জয়ী হবেন বিজেপি প্রার্থী।
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিক সাগরিকা ঘোষ, প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং প্রাক্তন সাংসদ এবং মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরকে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হচ্ছে।
রবিবারই বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গ থেকে শমীক ভট্টাচার্যের নাম রয়েছে সেখানে। শমীকের জয় যে ১০০ শতাংশ নিশ্চিত সেটা জানিয়ে নাম ঘোষণার পরে পরেই সমাজমাধ্যমে জানিয়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু। একই ভাবে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও সমাজমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখযোগ্য ভাবে, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার একটি আসনে, এর আগে, কংগ্রেসের অভিষেক মনু সিংভিকে সমর্থন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বঙ্গ বিধানসভার বর্তমান শক্তি অনুযায়ী, অভিষেক মনু সিংভির ফাঁকা হওয়া আসনটি যেতে চলেছে বিজেপির দখলে। তৃণমূলের এ বারের তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। মনোনয়ন পাননি দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। অর্থাৎ, এবার শুধুমাত্র মহম্মদ নাদিনমুল হককেই ফের প্রার্থী করা হল।
আরও পড়ুন: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেট: পেসারদের কাছে হার মানল ভারত, চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া