Homeখবরদেশজি ২০ সম্মেলনে ভারতের খরচ ৪,১০০ কোটি টাকা, এর আগে কে কত...

জি ২০ সম্মেলনে ভারতের খরচ ৪,১০০ কোটি টাকা, এর আগে কে কত খরচ করেছিল?

প্রকাশিত

শনিবার থেকে শুরু হওয়া দু’দিনের জি২০ শীর্ষ সম্মলনের জন্য ৪,১০০ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। তথ্যনুসারে ১২টি বিভাগের জন্য এই টাকা খরচ হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ২০২৩-২৪-এর বাজেটে জি ২০ সম্মলনের জন্য ৯৯০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, প্রকৃত খরচ বরাদ্দ বাজেটের তুলনায় চারগুণ বেশি।

এক নজরের দেখে নিন অন্যান্য দেশগুলি যখন এই সম্মলনের আয়োজন করে, তখন তারা কী পরিমাণ খরচ করেছিল।

১) ইন্দোনেশিয়া (২০২২)-৩৬৪ কোটি

২০২২-এ বালি জি ২০ সম্মলনের আয়োজন করেছিল ইন্দোনেশিয়া। সেই অনুষ্ঠানের জন্য ৩৬৪ কোটি টাকা খরচ করেছিল তারা।

২) জাপান (২০২৯)- ২৬৬০ কোটি

২০১৯-এ ওসাকায় জি ২০ সম্মলনের আয়োজন করে জাপান। এই আয়োজনের জন্য ২৬৬০ কোটি টাকা খবর করেছে তারা।

৩) আর্জেটিনা (২০১৮)-৯৩১ কোটি

২০১৮-তে বুয়েনস আয়ার্স, ইন্দোনেশিয়ায় জি২০ সম্মেলনের আয়োজন করে আর্জেটিনা। খরচ হয় ৯৩১ কোটি টাকা।

৪) জার্মানি (২০১৭)- ৬৪২ কোটি

G 20 summit

হামবুর্গে জি ২০-র সম্মেলন করতে ৬৪২ কোটি টাকা খরচ করেছিল জার্মানি। দেশেটির জি ২০ সংক্রান্ত সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যায়।

৫) চিন (২০১৬) -১.৯ লক্ষ কোটি

২০১৬ সালে জি ২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় চিনের হাংঝোতে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন অনুসারে খরচে হয়ছিল প্রায় ১.৯ লক্ষ কোটি টাকা। 

৬) অস্ট্রেলিয়া (২০১৪) -২,৬৫৩ কোটি 

২০১৪ সালে জি ২০ শীর্ষ সম্মেলন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হয়েছিল। টরন্টো বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাক্ট শিট অনুসারে, সম্মেলনের আয়োজন করার জন্য ৪০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার এবং নিরাপত্তার জন্য ১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছিল, সব মিলিয়ে যা ২,৬৫৩ কোটিরও বেশি।

৭) রাশিয়া (২০১৩)- ১৭০ কোটি

২০১৩ সালে সেন্ট পিটার্সবার্গ শীর্ষ সম্মেলনের আয়োজন করে রাশিয়া। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট শিট অনুযায়ী প্রায় ২ বিলিয়ন রাশিয়ান রুবেল, ১৭০ কোটি টাকারও বেশি খরচ হয়।

৮) ফ্রান্স (২০১১)- ৭১২ কোটি

টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট শিট অনুযায়ী, কানে অনুষ্ঠিত ২০১১ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে ৮০ মিলিয়ন ইউরো, প্রায় ৭১২ কোটি টাকা খরচ হয়েছিল।

৯) কানাডা (২০১০) – ৪৩৫১ কোটি টাকার

সূত্র অনুযায়ী, ২০১০ সালে কানাডার টরন্টোতে আয়োজিত এই সম্মলনে প্রায় ৪,৩৫১ কোটি টাকা খরচ হয়েছে।

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?