Homeখবরদেশজি ২০ সম্মেলনে ভারতের খরচ ৪,১০০ কোটি টাকা, এর আগে কে কত...

জি ২০ সম্মেলনে ভারতের খরচ ৪,১০০ কোটি টাকা, এর আগে কে কত খরচ করেছিল?

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

শনিবার থেকে শুরু হওয়া দু’দিনের জি২০ শীর্ষ সম্মলনের জন্য ৪,১০০ কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছে। তথ্যনুসারে ১২টি বিভাগের জন্য এই টাকা খরচ হয়েছে।

গত ফেব্রুয়ারি মাসে ২০২৩-২৪-এর বাজেটে জি ২০ সম্মলনের জন্য ৯৯০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, প্রকৃত খরচ বরাদ্দ বাজেটের তুলনায় চারগুণ বেশি।

এক নজরের দেখে নিন অন্যান্য দেশগুলি যখন এই সম্মলনের আয়োজন করে, তখন তারা কী পরিমাণ খরচ করেছিল।

১) ইন্দোনেশিয়া (২০২২)-৩৬৪ কোটি

২০২২-এ বালি জি ২০ সম্মলনের আয়োজন করেছিল ইন্দোনেশিয়া। সেই অনুষ্ঠানের জন্য ৩৬৪ কোটি টাকা খরচ করেছিল তারা।

২) জাপান (২০২৯)- ২৬৬০ কোটি

২০১৯-এ ওসাকায় জি ২০ সম্মলনের আয়োজন করে জাপান। এই আয়োজনের জন্য ২৬৬০ কোটি টাকা খবর করেছে তারা।

৩) আর্জেটিনা (২০১৮)-৯৩১ কোটি

২০১৮-তে বুয়েনস আয়ার্স, ইন্দোনেশিয়ায় জি২০ সম্মেলনের আয়োজন করে আর্জেটিনা। খরচ হয় ৯৩১ কোটি টাকা।

৪) জার্মানি (২০১৭)- ৬৪২ কোটি

G 20 summit

হামবুর্গে জি ২০-র সম্মেলন করতে ৬৪২ কোটি টাকা খরচ করেছিল জার্মানি। দেশেটির জি ২০ সংক্রান্ত সরকারি ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া যায়।

৫) চিন (২০১৬) -১.৯ লক্ষ কোটি

২০১৬ সালে জি ২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় চিনের হাংঝোতে। দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন অনুসারে খরচে হয়ছিল প্রায় ১.৯ লক্ষ কোটি টাকা। 

৬) অস্ট্রেলিয়া (২০১৪) -২,৬৫৩ কোটি 

২০১৪ সালে জি ২০ শীর্ষ সম্মেলন অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হয়েছিল। টরন্টো বিশ্ববিদ্যালয়ের একটি ফ্যাক্ট শিট অনুসারে, সম্মেলনের আয়োজন করার জন্য ৪০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার এবং নিরাপত্তার জন্য ১০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার খরচ হয়েছিল, সব মিলিয়ে যা ২,৬৫৩ কোটিরও বেশি।

৭) রাশিয়া (২০১৩)- ১৭০ কোটি

২০১৩ সালে সেন্ট পিটার্সবার্গ শীর্ষ সম্মেলনের আয়োজন করে রাশিয়া। টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট শিট অনুযায়ী প্রায় ২ বিলিয়ন রাশিয়ান রুবেল, ১৭০ কোটি টাকারও বেশি খরচ হয়।

৮) ফ্রান্স (২০১১)- ৭১২ কোটি

টরন্টো বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট শিট অনুযায়ী, কানে অনুষ্ঠিত ২০১১ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে ৮০ মিলিয়ন ইউরো, প্রায় ৭১২ কোটি টাকা খরচ হয়েছিল।

৯) কানাডা (২০১০) – ৪৩৫১ কোটি টাকার

সূত্র অনুযায়ী, ২০১০ সালে কানাডার টরন্টোতে আয়োজিত এই সম্মলনে প্রায় ৪,৩৫১ কোটি টাকা খরচ হয়েছে।

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

ভোটার তালিকার ‘বিশেষ’ সংশোধনে আধার, ভোটার কার্ড, রেশন কার্ড বিবেচনার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ায় আধার, ভোটার আইডি ও রেশন কার্ডও গ্রহণযোগ্য নথি হিসেবে বিবেচনার জন্য নির্বাচন কমিশনকে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি ২৮ জুলাই।

মালগাড়ি থামিয়ে ‘মা’ হাতির পাশে দাঁড়াল মানুষ! ২ঘণ্টা ট্রেনে অপেক্ষায় রেলকর্মী-যাত্রীরা

প্রসব যন্ত্রণায় কাতর গর্ভবতী হাতির জন্য থামিয়ে দেওয়া হল মালগাড়ি। ঝাড়খণ্ডের রেলপথের ধারে জঙ্গলে জন্ম নিল শাবক। বন দফতর ও রেল দফতরের যৌথ নজির।

তিন বছর আগের মোরবীর স্মৃতি উসকে ফের গুজরাতে সেতু বিপর্যয়, ১০ জনের মৃত্যু

মোরবীকাণ্ডের তিন বছর পর গুজরাতে ফের সেতু বিপর্যয়। বডোদরার গম্ভীরা সেতু ভেঙে পড়ে প্রাণ গেল অন্তত ১০ জনের। স্থানীয়দের অভিযোগ, বারবার জানিয়েও সেতুর রক্ষণাবেক্ষণ হয়নি।