সাত দফা লোকসভা নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হবে শুক্রবার। ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১০২টি আসনে ভোট হবে। প্রথম দফায় রয়েছে রাজ্যের তিন আসন, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি। লোকসভার পাশাপাশি অরুণাচল প্রদেশের ৬০ এবং সিকিমের ৩২টি বিধানসভা আসনেও ভোট হবে শুক্রবার।
প্রথম দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোদী সরকারের আট মন্ত্রী।
নিতিন গডকরী (নাগপুর)
কিরেন রিজিজু (অরুণাচল পশ্চিম)
ভূপেন্দ্র যাদব (অলওয়ার)
সর্বানন্দ সোনোয়াল (ডিব্রুগড়)
জিতেন্দ্র সিংহ (উধমপুর)
অর্জুন রাম মেঘোয়াল (বিকানের)
সঞ্জীব বালিয়ান (মুজফ্ফরনগর)
এল মুরুগান (নীলগিরি)।
এ ছাড়া বেশ কয়েকজন প্রাক্তন মুখ্যমন্ত্রীও রয়েছেন প্রথম দফার ভোটযুদ্ধে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল (ডিব্রুগড়), বিপ্লব দেব (ত্রিপুরা পশ্চিম), উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত (হরিদ্বার)। তামিলনাড়ুর রামনাথপুরম আসনে বিজেপির সমর্থনে নির্দল হিসাবে লড়ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বহিষ্কৃত এডিএমকে নেতা ও পন্নীরসেলভম। অরুণাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা নবাম টুকি এ বার লোকসভায় লড়ছেন কিরেন রিজিজুর বিরুদ্ধে।
কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিদায়ী কংগ্রেস সাংসদ ভি বৈথিলিঙ্গম এবারও সেখানে প্রার্থী। প্রথম দফার ভোটে বিহারের গয়ায় বিজেপির সহযোগী হিন্দুস্থানী আওয়াম মোর্চা (হাম)-র প্রার্থী সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম।