Homeখবরদেশলোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ ১০২টি কেন্দ্রে ভোট

লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ ১০২টি কেন্দ্রে ভোট

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার শুরু হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন। দেশ জুড়ে প্রায় দেড় মাস ধরে সাত দফায় ভোটগ্রহণ করা হবে। সপ্তম তথা শেষ দফার ভোট নেওয়া হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন।

আজ প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হবে তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম রাজ্যে। এ ছাড়াও মণিপুরের ১টি কেন্দ্রে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আর একটি কেন্দ্রে দু’ দফায় ভোট নেওয়া হবে – ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল।

আজ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোট নেওয়া শুরু হচ্ছে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

লোকসভার যে ১০২টি আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ (২), অসম (৫), বিহার (৪), ছত্তীসগঢ় (১), মধ্যপ্রদেশ (৬), মহারাষ্ট্র (৫), মণিপুর (২), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮), উত্তরাখণ্ড (৫), পশ্চিমবঙ্গ (৩), আন্দামান ও নিকোবর (১), জম্মু-কাশ্মীর (১), লক্ষদ্বীপ (১) এবং পুদুচেরি (১)।

যে ১০২টি আসনে আজ শুক্রবার ভোট নেওয়া হচ্ছে, তার মধ্যে গত ২০১৯ ভোটের নিরিখে ৪৮টি করে আসন রয়েছে ইন্ডিয়া জোট এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের দখলে। জোট-বহির্ভূত বিএসপির দখলে ৩টি, এডিএমকে, শিবসেনা এবং এনসিপির দখলে ১টি করে আসন।

শুক্রবারের ভোটে ১৬২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এঁদের মধ্যে রয়েছেন বিএসপির ৮৬, বিজেপির ৭৭ এবং কংগ্রেসের ৫৬ জন প্রার্থী।

যে সব নেতার ভাগ্য শুক্রবার নির্ধারিত হতে চলেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য –

লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান বিহারের জামুই কেন্দ্রে।

বিজেপি নেতা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতিন গডকরী মহারাষ্ট্রের নাগপুর কেন্দ্রে।

কংগ্রেস নেতা কমল নাথের পুত্র নকুল নাথ মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা কেন্দ্রে।

তামিলনাড়ু বিজেপি প্রধান কে আন্নামালাই কোয়েম্বত্তুর কেন্দ্রে।

তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন চেন্নাই সাউথ কেন্দ্রে।

ডিএমকে নেত্রী কানিমোঝি করুণানিধি তামিলনাড়ুর থুথুক্কুড়ি কেন্দ্রে।

ডিএমকে নেতা দয়ানিধি মারান চেন্নাই সেন্ট্রাল কেন্দ্রে।  

কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া জিতিন প্রসাদ উত্তরপ্রদেশের পিলিভিট কেন্দ্রে।

বিজেপি নেতা নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গের কোচবিহার কেন্দ্রে।

বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জম্মু-কাশ্মীরের উধমপুর কেন্দ্রে।

বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অরুণাচল ওয়েস্ট কেন্দ্রে।

আরও পড়ুন

ভারত ও দুবাইয়ের মধ্যে ৩০টিরও বেশি উড়ান বাতিল, ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

ISS-এ ১৮ দিনের অভিযান! সফলভাবে পৃথিরীতে ফিরলেন শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা

শুভাংশু শুক্লা সহ নভশ্চরেরা সফলভাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরলেন। প্রায় ১২.২ মিলিয়ন কিমি পথ অতিক্রম করে এই অভিযান ভারতের মহাকাশ গবেষণায় এক নতুন দিগন্তের সূচনা করল।

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা: ‘তুমি জ্বালানি বন্ধ করলে কেন?’ — ককপিটের রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য, কী বলল বিমানসংস্থা?

এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় প্রকাশ্যে এল ককপিট কথোপকথন। পাইলটদের মধ্যে জ্বালানি বন্ধ নিয়ে উত্তপ্ত প্রশ্নোত্তর। তদন্ত রিপোর্টে নেই পাখির ধাক্কার প্রমাণ।

৭৫ বছর বয়সে সরে যাওয়ার পরামর্শ ভাগবতের, মোদিকে নিশানা করে কটাক্ষ কংগ্রেসের

৭৫ বছর বয়স হলে নেতাদের সরে যাওয়ার পরামর্শ মোহন ভাগবতের। আরএসএস প্রধানের এই মন্তব্য ঘিরে মোদিকে বিঁধল কংগ্রেস। এক তীর, দুটি লক্ষ্য বলে কটাক্ষ জয়রাম রমেশের।