Homeখবরদেশলোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ ১০২টি কেন্দ্রে ভোট

লোকসভা নির্বাচনের প্রথম দফায় আজ ১০২টি কেন্দ্রে ভোট

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আজ শুক্রবার শুরু হচ্ছে ভারতের অষ্টাদশ লোকসভা নির্বাচন। দেশ জুড়ে প্রায় দেড় মাস ধরে সাত দফায় ভোটগ্রহণ করা হবে। সপ্তম তথা শেষ দফার ভোট নেওয়া হবে ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন।

আজ প্রথম দফায় দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এর মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হবে তামিলনাড়ু, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও সিকিম রাজ্যে। এ ছাড়াও মণিপুরের ১টি কেন্দ্রে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আর একটি কেন্দ্রে দু’ দফায় ভোট নেওয়া হবে – ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল।

আজ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোট নেওয়া শুরু হচ্ছে সকাল ৭টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

লোকসভার যে ১০২টি আসনে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ (২), অসম (৫), বিহার (৪), ছত্তীসগঢ় (১), মধ্যপ্রদেশ (৬), মহারাষ্ট্র (৫), মণিপুর (২), মেঘালয় (২), মিজোরাম (১), নাগাল্যান্ড (১), রাজস্থান (১২), সিকিম (১), তামিলনাড়ু (৩৯), ত্রিপুরা (১), উত্তরপ্রদেশ (৮), উত্তরাখণ্ড (৫), পশ্চিমবঙ্গ (৩), আন্দামান ও নিকোবর (১), জম্মু-কাশ্মীর (১), লক্ষদ্বীপ (১) এবং পুদুচেরি (১)।

যে ১০২টি আসনে আজ শুক্রবার ভোট নেওয়া হচ্ছে, তার মধ্যে গত ২০১৯ ভোটের নিরিখে ৪৮টি করে আসন রয়েছে ইন্ডিয়া জোট এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের দখলে। জোট-বহির্ভূত বিএসপির দখলে ৩টি, এডিএমকে, শিবসেনা এবং এনসিপির দখলে ১টি করে আসন।

শুক্রবারের ভোটে ১৬২৫ প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এঁদের মধ্যে রয়েছেন বিএসপির ৮৬, বিজেপির ৭৭ এবং কংগ্রেসের ৫৬ জন প্রার্থী।

যে সব নেতার ভাগ্য শুক্রবার নির্ধারিত হতে চলেছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য –

লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসোয়ান বিহারের জামুই কেন্দ্রে।

বিজেপি নেতা কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নিতিন গডকরী মহারাষ্ট্রের নাগপুর কেন্দ্রে।

কংগ্রেস নেতা কমল নাথের পুত্র নকুল নাথ মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা কেন্দ্রে।

তামিলনাড়ু বিজেপি প্রধান কে আন্নামালাই কোয়েম্বত্তুর কেন্দ্রে।

তেলঙ্গানার প্রাক্তন রাজ্যপাল বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন চেন্নাই সাউথ কেন্দ্রে।

ডিএমকে নেত্রী কানিমোঝি করুণানিধি তামিলনাড়ুর থুথুক্কুড়ি কেন্দ্রে।

ডিএমকে নেতা দয়ানিধি মারান চেন্নাই সেন্ট্রাল কেন্দ্রে।  

কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া জিতিন প্রসাদ উত্তরপ্রদেশের পিলিভিট কেন্দ্রে।

বিজেপি নেতা নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গের কোচবিহার কেন্দ্রে।

বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জম্মু-কাশ্মীরের উধমপুর কেন্দ্রে।

বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু অরুণাচল ওয়েস্ট কেন্দ্রে।

আরও পড়ুন

ভারত ও দুবাইয়ের মধ্যে ৩০টিরও বেশি উড়ান বাতিল, ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে

সাম্প্রতিকতম

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে, আরজি কর মামলায় সাজা শোনালেন বিচারক

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।...

বুধবার থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন আবেদন

বুধবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। জেনে নিন আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ।

আইআইটি কানপুরের ‘রোবোটিক এক্সোস্কেলিটন’ বদলে দেবে স্ট্রোক পুনর্বাসন প্রক্রিয়া

আইআইটি কানপুর তৈরি করল বিশ্বের প্রথম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সমর্থিত রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলিটন। স্ট্রোক পুনর্বাসনে অভূতপূর্ব অগ্রগতির আশা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

সৃজিত মুখার্জির মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতে নিয়েছে। এই জয় ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

সিলিন্ডার ফেটে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় তাঁবুতে আগুন, কোনও হতাহত নেই

প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নড়েচড়ে বসল প্রশাসন। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কোনো হতাহতের খবর নেই।

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে