Homeখবরদেশগগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

গগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

প্রকাশিত

শনিবার দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইট মিশন – ‘গগনযান’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো (ISRO)। তবে গগনযানের এই প্রথম পরীক্ষামূলক যাত্রা মাঝপথে থমকে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ফের প্রচেষ্টায় তা সফল ভাবে যাত্রা শুরু করে।

গগনযান-এর থমকে যাওয়ার কারণ প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “গ্রাউন্ড কম্পিউটারে অ-সঙ্গতি শনাক্ত করার পরে উৎক্ষেপণটি প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছিল। তবে, আমরা এটা শনাক্ত করে ফেলি। এর পর খুব দ্রুত তা ঠিক করে নিই।” তিনি আরও বলেন, মিশনের উদ্দেশ্য ছিল ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করা। অর্থাৎ, পরীক্ষাটি যানের সদস্যদের বাইরে বের করে আনার জন্য সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করতেই পরিচালিত হয়েছিল, যা জরুরি পরিস্থিতিতে মহাকাশচারীদের বের হয়ে যাওয়ার প্রয়োজন হলে ব্যবহার করা হবে। প্রথমের দিকে কী ভুল হয়েছিল তা ব্যাখ্যা করে, তিনি জানান, ক্রু এস্কেপ সিস্টেম সক্রিয় করার আগে যানটি শব্দের গতির কিছুটা উপরে চলে গিয়েছিল।

পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। “সমুদ্র থেকে ক্রু মডিউল পুনরুদ্ধারের পরে আমরা আরও তথ্য এবং বিশ্লেষণ প্রকাশ করব”, বলেও জানান ইসরো প্রধান।

উল্লেখ্য, এ দিন সকাল ৮টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে গগনযান যাত্রা শুরু করবে বলে জানানো হয়। গগনযানের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হতে যখন মাত্র ৫ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর ‘কাউন্টডাউন ক্লক’-এ লাল কালিতে ভেসে ওঠে ‘হোল্ড’ অর্থাৎ ‘স্থগিত’ শব্দটি। পরে ইসরোর তরফে এক্স (আগের টুইটার) হ্যান্ডলে জানানো হয়, যাত্রা স্থগিতের কারণ চিহ্নিত করা গিয়েছে এবং তা সংশোধনও করা হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী সময় নির্ধারিত করা হয় সকাল ১০টায়।

আরও পড়ুন: গগনযানের আজ প্রথম বড়ো পরীক্ষা, নতুন অভিযানে প্রসতুত ইসরো

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

সুনীতা, বুচকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রেখে খালিই ফিরল স্টারলাইনার

আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার তরফে মহাকাশযানের পৃথিবীতে অবতরণের ভিডিও সরাসরি সম্প্রচার করা হয়। আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করে স্টারলাইনার।

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?