Homeখবরদেশগগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

গগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

প্রকাশিত

শনিবার দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইট মিশন – ‘গগনযান’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো (ISRO)। তবে গগনযানের এই প্রথম পরীক্ষামূলক যাত্রা মাঝপথে থমকে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ফের প্রচেষ্টায় তা সফল ভাবে যাত্রা শুরু করে।

গগনযান-এর থমকে যাওয়ার কারণ প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “গ্রাউন্ড কম্পিউটারে অ-সঙ্গতি শনাক্ত করার পরে উৎক্ষেপণটি প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছিল। তবে, আমরা এটা শনাক্ত করে ফেলি। এর পর খুব দ্রুত তা ঠিক করে নিই।” তিনি আরও বলেন, মিশনের উদ্দেশ্য ছিল ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করা। অর্থাৎ, পরীক্ষাটি যানের সদস্যদের বাইরে বের করে আনার জন্য সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করতেই পরিচালিত হয়েছিল, যা জরুরি পরিস্থিতিতে মহাকাশচারীদের বের হয়ে যাওয়ার প্রয়োজন হলে ব্যবহার করা হবে। প্রথমের দিকে কী ভুল হয়েছিল তা ব্যাখ্যা করে, তিনি জানান, ক্রু এস্কেপ সিস্টেম সক্রিয় করার আগে যানটি শব্দের গতির কিছুটা উপরে চলে গিয়েছিল।

পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। “সমুদ্র থেকে ক্রু মডিউল পুনরুদ্ধারের পরে আমরা আরও তথ্য এবং বিশ্লেষণ প্রকাশ করব”, বলেও জানান ইসরো প্রধান।

উল্লেখ্য, এ দিন সকাল ৮টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে গগনযান যাত্রা শুরু করবে বলে জানানো হয়। গগনযানের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হতে যখন মাত্র ৫ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর ‘কাউন্টডাউন ক্লক’-এ লাল কালিতে ভেসে ওঠে ‘হোল্ড’ অর্থাৎ ‘স্থগিত’ শব্দটি। পরে ইসরোর তরফে এক্স (আগের টুইটার) হ্যান্ডলে জানানো হয়, যাত্রা স্থগিতের কারণ চিহ্নিত করা গিয়েছে এবং তা সংশোধনও করা হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী সময় নির্ধারিত করা হয় সকাল ১০টায়।

আরও পড়ুন: গগনযানের আজ প্রথম বড়ো পরীক্ষা, নতুন অভিযানে প্রসতুত ইসরো

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...