Homeখবরদেশগগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

গগনযান উৎক্ষেপণে কী ভুল, কী ভাবে তা সংশোধন করে সফল হল ইসরো

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

শনিবার দেশের প্রথম মনুষ্যবাহী মহাকাশ ফ্লাইট মিশন – ‘গগনযান’-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো (ISRO)। তবে গগনযানের এই প্রথম পরীক্ষামূলক যাত্রা মাঝপথে থমকে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ফের প্রচেষ্টায় তা সফল ভাবে যাত্রা শুরু করে।

গগনযান-এর থমকে যাওয়ার কারণ প্রসঙ্গে ইসরো প্রধান এস সোমনাথ বলেন, “গ্রাউন্ড কম্পিউটারে অ-সঙ্গতি শনাক্ত করার পরে উৎক্ষেপণটি প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছিল। তবে, আমরা এটা শনাক্ত করে ফেলি। এর পর খুব দ্রুত তা ঠিক করে নিই।” তিনি আরও বলেন, মিশনের উদ্দেশ্য ছিল ক্রু এস্কেপ সিস্টেম প্রদর্শন করা। অর্থাৎ, পরীক্ষাটি যানের সদস্যদের বাইরে বের করে আনার জন্য সিস্টেমের কার্যকারিতা পরীক্ষা করতেই পরিচালিত হয়েছিল, যা জরুরি পরিস্থিতিতে মহাকাশচারীদের বের হয়ে যাওয়ার প্রয়োজন হলে ব্যবহার করা হবে। প্রথমের দিকে কী ভুল হয়েছিল তা ব্যাখ্যা করে, তিনি জানান, ক্রু এস্কেপ সিস্টেম সক্রিয় করার আগে যানটি শব্দের গতির কিছুটা উপরে চলে গিয়েছিল।

পরিকল্পনামাফিক গগনযান থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট। “সমুদ্র থেকে ক্রু মডিউল পুনরুদ্ধারের পরে আমরা আরও তথ্য এবং বিশ্লেষণ প্রকাশ করব”, বলেও জানান ইসরো প্রধান।

উল্লেখ্য, এ দিন সকাল ৮টায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। পরে নির্ধারিত সময়ের থেকে ৪৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা ৪৫ মিনিটে গগনযান যাত্রা শুরু করবে বলে জানানো হয়। গগনযানের উৎক্ষেপণ প্রক্রিয়া শুরু হতে যখন মাত্র ৫ সেকেন্ড বাকি, সেই সময় হঠাৎই ইসরোর ‘কাউন্টডাউন ক্লক’-এ লাল কালিতে ভেসে ওঠে ‘হোল্ড’ অর্থাৎ ‘স্থগিত’ শব্দটি। পরে ইসরোর তরফে এক্স (আগের টুইটার) হ্যান্ডলে জানানো হয়, যাত্রা স্থগিতের কারণ চিহ্নিত করা গিয়েছে এবং তা সংশোধনও করা হয়েছে। উৎক্ষেপণের পরবর্তী সময় নির্ধারিত করা হয় সকাল ১০টায়।

আরও পড়ুন: গগনযানের আজ প্রথম বড়ো পরীক্ষা, নতুন অভিযানে প্রসতুত ইসরো

সাম্প্রতিকতম

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন

মুম্বইয়ের ট্রেনে ভিড় কমাতে অফিস টাইমে বড়সড় পরিবর্তনের ভাবনা, টাস্ক ফোর্স গঠন করে প্রক্রিয়া শুরু

মুম্বইয়ে লোকাল ট্রেনের ভিড় কমাতে সরকারি-বেসরকারি অফিসের সময় বদলের পরিকল্পনা। নতুন টাইমিং পরীক্ষামূলকভাবে চালুর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র সরকার।

ছত্তীসগঢ়ে ৬ বছরে ১৭৭ নিরাপত্তারক্ষীর আত্মহত্যা, ১৮ জন খুন, সরকারি পরিসংখ্যানে উদ্বেগ

ছত্তীসগঢ়ে ২০১৯ থেকে জুন ২০২৫-এর মধ্যে আত্মহত্যা করেছেন ১৭৭ নিরাপত্তারক্ষী, যার মধ্যে প্রায় ৪০ জন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর। মানসিক চাপ, পারিবারিক সমস্যা, আসক্তি—সব মিলিয়ে বাড়ছে উদ্বেগ।

মনরেগায় দুর্নীতি ঠেকাতে ব্যর্থ অ্যাপ ব্যবস্থা, ছবি যাচাইয়ের দায় পঞ্চায়েতের ঘাড়েই চাপল কেন্দ্র

MGNREGA-তে ডিজিটাল উপস্থিতি নিশ্চিত করতে চালু হয়েছিল NMMS অ্যাপ। কিন্তু ছবির জালিয়াতি রুখতে ব্যর্থ হওয়ায়, এবার ছবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হল গ্রাম পঞ্চায়েতকে।