Homeখবরদেশগগনযানের আজ প্রথম বড়ো পরীক্ষা, নতুন অভিযানে প্রসতুত ইসরো

গগনযানের আজ প্রথম বড়ো পরীক্ষা, নতুন অভিযানে প্রসতুত ইসরো

প্রকাশিত

আজ, শনিবার (২১ অক্টোবর) গগনযান মিশনের (Mission Gaganyaan) প্রথম পরীক্ষামূলক মহাকাশযানের উৎক্ষেপণ। চন্দ্রযান-৩-এর বিশাল সাফল্যের পর এ বার এই গগনযান মিশনের দিকেই মনোযোগ দিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। অদূর ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে ইসরোর তরফে ২০টি বড় পরীক্ষার পরিকল্পনা নেওয়া হয়েছে, সেগুলির মধ্যে এটিই প্রথম।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ ইসরো জানিয়েছিল, “মিশন গগনযান: ফ্লাইট টেস্ট ভেহিকল অ্যাবর্ট মিশন-১ বা টিভি-ডি১ টেস্ট ফ্লাইটটি ২১ অক্টোবর তারিখে পরীক্ষামূলক ভাবে উৎক্ষেপণ করা হবে। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে হবে উৎক্ষেপণ” একইসঙ্গে ক্রু মডিউল (CM)-এর ছবিও শেয়ার করেছে ইসরো। গগনযান মহাকাশচারীদের মহাকাশে নিয়ে যাবে।

এই গগনযান মিশনের একটি অংশ হিসাবে, াজ ক্যাপসুলের কার্যকারিতা এবং জরুরি পরিত্রাণ ব্যবস্থা পরীক্ষা করবে ইসরো। এই মিশনের সঙ্গেই এই বছরের শেষ নাগাদ তিন জন মহাকাশচারীকে নিম্ন-পৃথিবী কক্ষপথে পাঠানোর পরিকল্পনা করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।

এর আগে, ক্রুদের বেঙ্গালুরুতে মহাকাশচারী প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিল। সেখানে মিশনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা। প্রশিক্ষণের মধ্যে রয়েছে সিমুলেশন, শারীরিক সুস্থতা এবং মিশন সম্পর্কিত একাডেমিক কোর্স, ইত্যাদি।

নির্ধারিত পরীক্ষামূলক উৎক্ষেপণের সময়, সিএম চাপমুক্ত থাকবে। এটি ক্রায়োজেনিক, তরল এবং কঠিন ধাপ-সহ একটি দেশীয় এলভিএম-৩ রকেট ব্যবহার করে মহাকাশে উৎক্ষেপণ করা হবে। পরীক্ষার একটি অংশ হিসাবে, সিএম-এর বিভিন্ন উপাদানের মূল্যায়ন করা হবে। যার মধ্যে রয়েছে একটি ক্রু এস্কেপ সিস্টেম (CES)। মানুষের প্রয়োজনীয়তা পূরণের কথা মাথায় রেখে রকেটটিকে পুনরায় কনফিগার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালে চূড়ান্ত গগনযান মিশন শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। তার আগে একাধিকবার পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবতীয় বিষয় খতিয়ে দেখছে ইসরো। চূড়ান্ত মিশনে ভূপৃষ্ঠ থেকে ৪০০ কিলোমিটার উচ্চতায় পাঠানো হবে মহাকাশচারীদের। সেখানে গিয়ে গবেষণার কাজ চালাবেন তাঁরা।

আরও পড়ুন: ফের সংঘাত! একশো দিনের বকেয়া মেটাতে নতুন শর্ত কেন্দ্রীয় মন্ত্রীর

সাম্প্রতিকতম

মধ্যপ্রাচ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে, প্যারিসে গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন বিদেশমন্ত্রী ব্লিঙ্কেন

মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন প্যারিসে পৌঁছেছেন। যেখানে তিনি ফ্রান্সের আয়োজিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক...

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

আরও পড়ুন

মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২,১০০ টাকা! হরিয়ানা ভোটে বড় প্রতিশ্রুতি বিজেপির

নয়াদিল্লি: আগামী ৫ অক্টোবর হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে বিজেপি৷...

চটি পরে ইমার্জেন্সিতে! বাইরে খুলে আসতে বলায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলা, দেখুন ভিডিয়োয়

গুজরাতের ভাবনগরের সিহোরে একটি বেসরকারি হাসপাতালে এক চিকিৎসককে মারধরের অভিযোগে গ্রেফতার তিন। শনিবার...

পুজোর মরশুমে বড় স্বস্তি! নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে লাগাম, আশ্বাস কেন্দ্রের

আসন্ন উৎসবের সময়ে প্রয়োজনীয় পণ্যের দামে কোনো বৃদ্ধি হবে না বলে কেন্দ্রীয় সরকারের আশ্বাস।...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?