Homeখবরদেশঅনাস্থা ভোটের মুখোমুখি মোদী সরকার, স্পিকার স্থির করবেন দিনক্ষণ

অনাস্থা ভোটের মুখোমুখি মোদী সরকার, স্পিকার স্থির করবেন দিনক্ষণ

প্রকাশিত

নয়াদিল্লি: মণিপুর ইস্যুতে সংসদে জমা পড়েছে অনাস্থা প্রস্তাব। বুধবার লোকসভার সেক্রেটারি জেনারেলের দফতরে কংগ্রেস এবং কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি জমা দিয়েছে অনাস্থা প্রস্তাব। তবে স্পিকার এখনও ভোটের তারিখ ঘোষণা করেননি।

গত ২০ জুলাই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। তার পর থেকেই সংসদের উভয় কক্ষে ক্রমাগত অচলাবস্থার একটি মূল কারণ এই মণিপুর ইস্যু।

কংগ্রেসের গৌরব গগৈয়ের দাখিল করা অনাস্থা প্রস্তাবের জন্য সংসদে ৫০ জন সদস্যের সমর্থনের প্রয়োজন ছিল। যে সংখ্যাটি সহজেই দলের সদস্যদের পাশাপাশি ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের অন্যান্য দলের সহযোগিতায় পেয়ে গিয়েছে কংগ্রেস।

কংগ্রেস সংসদীয় দলের প্রধান সোনিয়া গান্ধী, ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা, ডিএমকে-র টিআর বালু এবং এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সদস্যরা লোকসভার স্পিকারের কাছে প্রস্তাব পেশ করার সমর্থন জানান।

আরেকটি পৃথক অনাস্থা প্রস্তাব দাখিল করে ভারত রাষ্ট্র সমিতি (BRS)। সংসদে তাদের মাত্র নয়জন সদস্য রয়েছে এবং তাই প্রয়োজনীয় সমর্থন সংগ্রহ করতে পারেনি।

বলে রাখা ভালো, ৫৪৩ সদস্যের লোকসভায়, ক্ষমতাসীন এনডিএ-র বর্তমানে ৩৩১ জন সদস্য রয়েছেন। অন্য দিকে, বিরোধী ইন্ডিয়া জোটের ১৪৪ সদস্য রয়েছে। ফলে পরিসংখ্যান অনুযায়ী, বিরোধী দলগুলোর কাছে অনাস্থা ভোটে জয়ী হওয়ার মতো সংখ্যা নেই। তবুও তাদের যুক্তি, মণিপুর ইস্যুতে সরকারকে কোণঠাসা করে তাদের ডাকে অনেকেই সাড়া দেবেন।

প্রসঙ্গত, অনাস্থা প্রস্তাবের আওতায় সরকারের সংখ্য়াগরিষ্ঠতাকে চ্যালেঞ্জ জানাতে পারেন বিরোধীরা। যদি তা পাস হয়, সরকারকে ক্ষমতা ছাড়তে হয়। লোকসভার স্পিকার এই অনাস্থা প্রস্তাব নিয়ে ভোটাভুটি করন। সরকারের পদত্যাগের পক্ষে কারা, বিপক্ষে কারা জানতে চান। দাঁড়িয়ে মতামত জানাতে হয়। পক্ষে বা বিপক্ষে, যে পক্ষে বেশি ভোট পড়ে, সেটিই গৃহীত হয়।

আরও পড়ুন: “মনে হয় ‘ইন্ডিয়া’ নামটা পছন্দ হয়েছে”, মোদীর ‘ইন্ডিয়ান মুজাহিদিন, পিএফআই’ মন্তব্যের পাল্টা মমতা

সাম্প্রতিকতম

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

প্রতি দিন এক গ্লাস দুধ খেলে কী হয়? কী তথ্য উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

প্রতি বছর অসংখ্য মানুষ কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। অত্যন্ত দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ে...

আরও পড়ুন

দুধের দামে কাটছাঁট, জানুন কোন আমুল দুধের দাম কত হল

নিত্যপ্রয়োজনীয় দুধের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিল জনপ্রিয় দুগ্ধ সংস্থা আমূল।...

মহারাষ্ট্রের ভান্ডারার অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৮

মহারাষ্ট্রের ভান্ডারার একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। কমপক্ষে ৮ জনের মৃত্যু এবং ৭ জন...

জলগাঁও দুর্ঘটনা: ট্রেনে আগুনের গুজব ছড়ানোর নেপথ্যে চা বিক্রেতা ও দুই যাত্রী

মহারাষ্ট্রের জলগাঁওয়ে ট্রেন দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু। একটি গুজব থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। চা বিক্রেতা ও দুই যাত্রীর ভূমিকা উঠে এলো।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে