নয়াদিল্লি: চলতি বছরে হকারদের জন্য ক্ষুদ্র ঋণের অঙ্ক বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে ২০২৩ সালে এ ধরনের বন্ধকহীন ক্ষুদ্র ঋণের পরিমাণ ৩ হাজার থেকে ৫ হাজার টাকা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।
শনিবার ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডে বক্তৃতা করার সময়, বৈষ্ণব বলেন, সমস্ত নাগরিককে ডিজিটাল ভাবে সংযুক্ত করার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের সমস্ত প্রান্তে এবং কোণে ফোর-জি এবং ফাইভ-জি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রায় ৫২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মন্ত্রী বলেন, “২০২৩ সালে হকারদের জন্য বন্ধকহীন ক্ষুদ্র ঋণের অঙ্ক হতে চলেছে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা। ঋণপ্রদানের ব্যবস্থা যতটা সম্ভব সরলীকরণের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সাহায্য নেওয়া হবে”।
২০২০ সালে করোনা মহামারির সময় বিপর্যস্ত হয়েছিল অর্থনীতি। সে সময় হকারদের জন্য প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর’স আত্মনির্ভর নিধি (PM SVANidhi) প্রকল্প শুরু করেছিল কেন্দ্র। হকারদের বন্ধকহীন ক্ষুদ্র ঋণ দিতেই এই প্রকল্প শুরু হয়েছিল।
আরও পড়ুন: রাজ্যের দুয়ারে সরকার-কে কেন্দ্রের বিশেষ সম্মান, পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি