Homeখবরদেশজিএসটি হার বৃদ্ধির প্রস্তাবে বস্ত্রশিল্পে সংকটের আশঙ্কা, বিপন্ন ১ লক্ষ চাকরি!

জিএসটি হার বৃদ্ধির প্রস্তাবে বস্ত্রশিল্পে সংকটের আশঙ্কা, বিপন্ন ১ লক্ষ চাকরি!

প্রকাশিত

বস্ত্রশিল্পে জিএসটি হার বৃদ্ধির প্রস্তাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দ্য ক্লোদিং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিএমএআই)। সম্প্রতি মন্ত্রীসভার একটি কমিটি পোশাক শিল্পের উপর জিএসটি হার পুনর্বিন্যাসের যে প্রস্তাব দিয়েছে, তা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।

নতুন প্রস্তাব অনুযায়ী, ১,৫০০ টাকার কম মূল্যের প্রস্তুত পোশাকের উপর ৫ শতাংশ জিএসটি চালু থাকবে। তবে, ১,৫০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে মূল্যের পোশাকের ক্ষেত্রে জিএসটি হার বেড়ে ১৮ শতাংশ হবে। ১০,০০০ টাকার উপরে মূল্যের পোশাকগুলির জন্য সর্বোচ্চ ২৮ শতাংশ জিএসটি ধার্য করার প্রস্তাব দেওয়া হয়েছে।

সিএমএআই এর মতে, এই সিদ্ধান্ত শিল্পে মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলি (SMEs) — যেমন স্পিনিং, উইভিং এবং পোশাক প্রস্তুতকারী সংস্থাগুলি — যাদের লাভের মার্জিন খুবই কম, তারা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে। এতে প্রায় ১ লক্ষ চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে।

সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়েছে, “এই জিএসটি বৃদ্ধির ফলে আনুষ্ঠানিক খুচরো বাজারে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ক্রেতা ও ব্যবসায়ীরা নিয়ন্ত্রণের বাইরে বা বেআইনি চ্যানেলের দিকে ঝুঁকতে বাধ্য হবেন। এর ফলে বৈধ খুচরো বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন আর বেআইনি ব্যবসায়ীরা উপকৃত হবে।”

সিএমএআই আরও জানায়, “এই কর বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বাড়বে। এতে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবেন মূল্যে সংবেদনশীল ক্রেতারা, বিশেষত মহিলারা। উৎসব, অনুষ্ঠান উদযাপনের সঙ্গে যুক্ত পোশাকের উপর উচ্চতর করের কারণে চাহিদা আরও কমবে, যা ইতিমধ্যেই নিম্নমুখী। এর ফলে অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।”

সিএমএআই সরকারের উদ্দেশে প্রতি অনুরোধ করেছে, এই প্রস্তাবিত কর পুনর্বিন্যাস বাতিল করা হোক। সংগঠনের মতে, কর কাঠামো সরলীকরণের উদ্দেশ্য প্রশংসনীয় হলেও, নীতি পরিবর্তন এমন হতে হবে যা শিল্পের স্থিতিশীলতা ও বৃদ্ধিকে শক্তিশালী করে। বস্ত্রশিল্প ইতিমধ্যেই নানা চাপে রয়েছে। এই ধরনের কর বৃদ্ধি শিল্পের ভারসাম্যহীনতা আরও বাড়াবে এবং ক্ষুদ্র ব্যবসাগুলিকে ধ্বংসের মুখে ঠেলে দেবে বলে মনে করে তারা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

আরও পড়ুন

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...