Homeখবরদেশসুবিচারের প্রয়োজনে এএসআই! জ্ঞানবাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষায় সায় ইলাহাবাদ হাইকোর্টের

সুবিচারের প্রয়োজনে এএসআই! জ্ঞানবাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষায় সায় ইলাহাবাদ হাইকোর্টের

প্রকাশিত

জ্ঞানব্যাপী মসজিদে পুরাতাত্ত্বিক সমীক্ষায় অনুমতি ইলাহাবাদ হাইকোর্টের। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া)-কে সমীক্ষার শুরুর অনুমতি। বৃহস্পতিবার ইলাহাবাদ হাইকোর্টের তরফে জানানো হয়, সুবিচারের জন্য জ্ঞানব্যাপী মসজিদে এই সমীক্ষার প্রয়োজন।

জ্ঞানবাপী সমীক্ষা মামলায় হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী বিষ্ণু শঙ্কর জৈন সাংবাদিকদের বলেন, “ইলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে, জ্ঞানবাপী মসজিদ কমপ্লেক্সের সমীক্ষা শুরু করবে এএসআই। দায়রা আদালতের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট”।

চারজন মহিলার একটি পিটিশনে দাবি করা হয়েছিল, হিন্দু মন্দির ধ্বংস করার পরে এই মসজিদটি তৈরি করা হয়েছিল কিনা তা নির্ধারণ করার একমাত্র উপায় পুরাতাত্ত্বিক সমীক্ষা। সেই আবেদনের উপর ভিত্তি করে গত ২১ জুলাই পুরাতাত্ত্বিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসীর আদালত।

সেই নির্দেশ মতোই ২৪ জুলাই সমীক্ষা শুরু করেছিল এএসআই। কিন্তু এরই মধ্যে মসজিদ কমিটির তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়। মসজিদ কমিটির যুক্তি ছিল যে কাঠামোটি এক হাজার বছরেরও বেশি পুরনো এবং যে কোনো খনন এটিকে অস্থিতিশীল করে তুলতে পারে, যার ফলে এটি ভেঙে যেতে পারে। কমিটি আরও যুক্তি দিয়েছিল যে এই জাতীয় কোনো সমীক্ষা ধর্মীয় স্থানগুলির আশেপাশে বিদ্যমান আইন লঙ্ঘন করে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ ৪৮ ঘণ্টার জন্য বারাণসী জেলা আদালতের নির্দেশের (জ্ঞানবাপী চত্বরে পুরাতাত্ত্বিক সমীক্ষা) উপর স্থগিতাদেশ দিয়েছিল। ওই সময়সীমার মধ্যে এ বিষয়ে ইলাহাবাদ হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

তবে, মসজিদ চত্বরে কোনো রকম সমীক্ষার বিরোধিতা করে মসজিদ কমিটির তরফে যে আবেদন জানানো হয়েছিল, এ দিন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রীতিনকর দিবাকরের বেঞ্চ তা খারিজ করে দিল।

আরও পড়ুন: জ্ঞানবাপী মামলা: ‘শিবলিঙ্গ’-এর কার্বন ডেটিং নিয়ে আজ গুরুত্বপূর্ণ নির্দেশ আদালতের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।