Homeখবরদেশউত্তরাখণ্ডের হলদোয়ানির হিংসার ঘটনায় পরিস্থিতি কঠোর ভাবে মোকাবিলার নির্দেশ মুখ্যমন্ত্রী ধামীর

উত্তরাখণ্ডের হলদোয়ানির হিংসার ঘটনায় পরিস্থিতি কঠোর ভাবে মোকাবিলার নির্দেশ মুখ্যমন্ত্রী ধামীর

প্রকাশিত

নয়াদিল্লি: বৃহস্পতিবার জবরদখল উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল উত্তরাখণ্ডের হলদোয়ানি। এলাকার বনভুলপুরায় ঘটে যাওয়া ঘটনার বিষয়ে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী শুক্রবার সরকারি বাসভবনে আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করেন। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। বৈঠকে, পুলিশকে কঠোর ভাবে পরিস্থিতি মোকাবিলা করার জন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি, হলদোয়ানির জনগণকে শান্তি বজায় রাখতে পুলিশ-প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।

পুলিশের দাবি, সরকারি জমিতে অবৈধ নির্মাণ ভাঙতে গেলে দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক হামলা চালায়। ওই ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা আড়াইশোর বেশি। হামলা হয় কাছের একটি পুলিশ ফাঁড়িতেও। সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বহু যানবাহনেও দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও গুলি চালায়।

মুখ্যমন্ত্রী ধামী স্পষ্ট ভাষায় বলেছেন, অগ্নিসংযোগ এবং পাথর ছোড়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। সম্প্রীতি এবং শান্তি বিঘ্নিতকারী কোনো দুর্বৃত্তকে রেহাই দেওয়া হবে না। তিনি আরও বলেন, দাঙ্গাবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় প্রকাশ, হলদোয়ানির বিখ্যাত বনভুলপুরায়, পুলিশ-প্রশাসন এবং পুরসভার দল আক্রমণের শিকার হয়। অভিযোগ, সরকারি জমিতে নির্মিত অবৈধ মাদ্রাসা এবং নামাজের জায়গাটি ভাঙতে গিয়ে প্রতিরোধের মুখে পড়তে হয়। সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ ও সংবাদ মাধ্যমের কয়েক ডজন গাড়ি পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

হলদোয়ানি জেলা পুলিশের সিনিয়র সুপার প্রহ্লাদ মীনা এ দিন বলেন, ‘‘আদালতের নির্দেশ মেনেই উচ্ছেদ অভিযান সংগঠিত হয়েছে।’’

আরও পড়ুন: পারদ নামলেও স্থায়ী হওয়ার লক্ষণ নেই, সপ্তাহ ঘুরলেই আবহাওয়ার ভোলবদল

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।