Homeখবরদেশহরিদ্বারের মনসাদেবী মন্দিরে ভয়াবহ হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, বহু...

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে ভয়াবহ হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত অন্তত ৬ পুণ্যার্থী, বহু আহত

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়াবহ হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ৬ জন পুণ্যার্থীর, বহু আহত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অনেকেই।

প্রকাশিত

রবিবার সকালে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রচণ্ড ভিড়ের মাঝে হুড়োহুড়ি শুরু হওয়ায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ছয় জন পুণ্যার্থীর। আহত হয়েছেন বহু মানুষ, যাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাহাড়ের কোলে অবস্থিত মনসাদেবী মন্দিরে সিঁড়ি বেয়ে উঠতে হয়। এ দিন সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু আচমকা মন্দিরের সিঁড়ির ধারে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, কেউ পড়ে গেলে তাঁকে টপকে উপরের দিকে ওঠার চেষ্টা করেন অন্যরা। তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।

ঘটনার পরেই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জানিয়েছেন, তিনি নিজে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধারকাজে দ্রুত গতি আনার নির্দেশ দিয়েছেন। প্রশাসনের বিভিন্ন বিভাগ দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

সমাজমাধ্যমে ইতিমধ্যেই ঘটনার একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে একের পর এক অ্যাম্বুল্যান্স পৌঁছচ্ছে মন্দিরের কাছে, আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে দ্রুত।

সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মন্দির এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

ঢাকুরিয়া সর্বজনীনে ‘কাবুলিওয়ালা’, পুজো মণ্ডপে সম্পর্কের আবেগঘন গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘কাবুলিওয়ালা’ থিমে ঢাকুরিয়া সর্বজনীনের দুর্গাপুজো। রহমত ও মিনির সম্পর্কের আবেগঘন কাহিনি ফুটে উঠবে মণ্ডপে।

এশিয়া কাপ: রবিবার ভারত-পাকিস্তান মুখোমুখি, দেখে নিন সুপার ফোরে বাকি ম্যাচগুলির দিনক্ষণ

খবর অনলাইন ডেস্ক: সংযুক্ত আরব আমিরশাহী আয়োজিত এশিয়া কাপ ক্রিকেটে কোন কোন দেশ সুপার...

এশিয়া কাপ: নিয়মরক্ষার ম্যাচে ভারতকে প্রায় ঘোল খাইয়ে ছাড়ল ওমান

ভারত: ১৮৮-৮ (সঞ্জু স্যামসন ৫৬, অভিষেক শর্মা ৩৮, মহম্মদ নাদিম ২-১৯, শাহ ফয়জল ২-২৩) ওমান:...

আরও পড়ুন

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।