Homeখবরদেশতিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

তিন নির্দল বিধায়কের সমর্থন প্রত্যাহার, সংখ্যাগরিষ্ঠতা হারাল হরিয়ানার বিজেপি সরকার

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: তিন জন নির্দল বিধায়ক সমর্থন তুলে নেওয়ার পর হরিয়ানায় নবাব সিং সাইনির নেতৃত্বাধীন বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাল। ওই তিন বিধায়ক ঘোষণা করেছেন চলতি সাধারণ নির্বাচনে তাঁরা কংগ্রেসকে সমর্থন করবেন।

ওই তিন নির্দল বিধায়ক হলেন পুন্দ্রির বিধায়ক রণধীর গোলান, নিলোখেরির বিধায়ক ধর্মপাল গোন্ডার এবং দাদরির বিধায়ক সমবীর সিং সাঙ্গোয়ান। হরিয়ানার রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয় চিঠি লিখে ওই তিন বিধায়ক জানিয়েছেন, তাঁরা সাইনির নেতৃত্বাধীন সরকারের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন। রাজ্যের প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা অবিলম্বে নবাব সিং সাইনির পদত্যাগ দাবি করেছেন।   

তাঁদের সমর্থন তুলে নেওয়া প্রসঙ্গে পুন্দ্রির বিধায়ক রণধীর গোলান বলেন, “তিন নির্দল বিধায়ক বিজেপির ওপর থেকে সমর্থন তুলে নিয়েছেন। আমি আমার এলাকার জনগণের সঙ্গে কথা বলছিলাম। কী করা উচিত আমাদের। তাঁদের সমস্ত পরামর্শ শুনে আমি এই সিদ্ধান্ত নিয়েছি…জনগণের অনেক অভিযোগ আছে…কৃষকরা সংকটে রয়েছে…আমরা কংগ্রেসকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি।”  

এ বছরের শেষের দিকে হরিয়ানা বিধানসভার নির্বাচন হওয়ার কথা। গত মার্চে মনোহরলাল খট্টরকে সরিয়ে কুরুক্ষেত্র কেন্দ্রের সাংসদ নবাব সিং সাইনিকে রাজ্যের মুখ্যমন্ত্রী করা হয়। ২০১৪ এবং ২০১৯-এর বিধানসভা নির্বাচন জিরে মনোহরলাল খট্টর দু’ দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী হন। এবার লোকসভা নির্বাচনে তাঁকে কর্নাল কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করা হয়েছ।

হরিয়ানা বিধানসভায় কংগ্রেসের রয়েছে ৩০ জন বিধায়ক। এ ছাড়াও আছে বিজেপির প্রাক্তন সঙ্গী জননায়ক জনতা পার্টির (জেজেপি) ১০ জন এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের (আইএনএলডি) ১ জন বিধায়ক। মেহম কেন্দ্রের নির্দল বিধায়ক বলরাজ কুন্ডু তাঁর অবস্থান স্পষ্ট করে জানাননি।

৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় এনডিএ-র বিধায়ক সংখ্যা ৪২। এর মধ্যে বিজেপির ৪০, এইচএলপি ১ এবং নির্দল ১। বাকি নির্দলদের সমর্থনে এত দিন বিজেপি সরকার চলে এসেছে। বিধানসভার ২টি আসন খালি রয়েছে। আগামী ২৫ মে হরিয়ানার ১০টি লোকসভা আসনে ভোট হওয়ার কথা।

আরও পড়ুন

মোটামুটি শান্তিতে কাটল তৃতীয় দফা, ভোটের হার ৬২.৮৭% 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

আরও পড়ুন

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।