Homeখবরদেশএ বছর তাপপ্রবাহ আগেভাগেই শুরু, উদ্বেগজনক কারণ জানালেন বিজ্ঞানীরা

এ বছর তাপপ্রবাহ আগেভাগেই শুরু, উদ্বেগজনক কারণ জানালেন বিজ্ঞানীরা

প্রকাশিত

চলতি বছর ভারতে প্রত্যাশার চেয়েও আগেভাগেই তাপপ্রবাহ শুরু হয়েছে। বিশেষ করে পশ্চিম উপকূলে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার একটি রিপোর্টে বলা হয়েছে, এবারের তাপপ্রবাহের আগমন মূলত চরম বৃষ্টিহীন শীতকালসহ বিভিন্ন কারণের ফল।

পশ্চিম উপকূলে, বিশেষত মহারাষ্ট্র ও গোয়ার উপকূলীয় অঞ্চলে, তীব্র গরম ও আর্দ্র আবহাওয়া অনুভূত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) মুম্বইয়ের জন্য ২৫ ও ২৬ ফেব্রুয়ারিতে তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল। ২৬ ফেব্রুয়ারি, মুম্বইয়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৫.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

মহারাষ্ট্র ও গোয়ার অন্যান্য উপকূলীয় অঞ্চলেও ৩৭ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কর্নাটক ও গুজরাতের উপকূলীয় এলাকাগুলোতেও গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করছে, যেখানে তাপমাত্রা ৩৫ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।

ভারতে সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে তাপপ্রবাহ দেখা যায়। কিছু ক্ষেত্রে এটি জুলাই পর্যন্ত চলতে পারে। উপকূলীয় অঞ্চলে তাপপ্রবাহ ঘোষণা করার জন্য তাপমাত্রার স্বাভাবিকের চেয়ে অন্তত ৪.৫ডিগ্রি সেলসিয়াস বেশি হতে হয়।

আইএমডি পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে, যদিও তাপপ্রবাহ কিছুটা কমতে পারে।

আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের তীব্র শুষ্ক শীতকালের কারণে তাপমাত্রা এত দ্রুত বেড়েছে। কোনো আবহাওয়া ব্যবস্থা সক্রিয় না থাকায় বৃষ্টি সে ভাবে হয়নি। মধ্যপ্রদেশের উপর স্থায়ী অ্যান্টি-সাইক্লোন গরম পূর্বী বাতাসকে পশ্চিম উপকূলের দিকে ঠেলে দিয়েছে। এর ফলে সমুদ্রের বাতাস দেরিতে এসেছে এবং ভূমিভাগের বাতাস দীর্ঘস্থায়ী হয়ে তাপমাত্রা বাড়িয়েছে। ফলে উপকূলের কাছাকাছি অবস্থানের কারণে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি বহুগুণ বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েদার এজেন্সি ক্লাইমেট সেন্ট্রাল-এর ক্লাইমেট শিফট ইনডেক্স (CSI) অনুযায়ী, ২৫-২৭ ফেব্রুয়ারি গোয়ার পানাজির তাপমাত্রা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে অন্তত পাঁচ গুণ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। একইভাবে, মুম্বইয়ের তাপমাত্রা অন্তত তিন গুণ বেশি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ব্রিটেনের ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক সায়েন্স এবং রিডিং বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগ-এর গবেষক ড. অক্ষয় দেউরাস জানিয়েছেন, “মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী আবহাওয়া ও জলবায়ুর চরম অবস্থা বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে, সব মহাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণতা দেখা যাচ্ছে, যা বিশ্ব উষ্ণায়নের স্পষ্ট প্রমাণ। যদি আমরা দ্রুত গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে না পারি, তাহলে আবহাওয়ার রেকর্ড আরও ঘন ঘন ভাঙতে থাকবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।